
কলকাতা, ৪ জানুয়ারি : রবিবাসরীয় সকালে মহানগরী কলকাতায় আয়োজিত হল একল রান ২০২৬-এর সপ্তম সংস্করণ। তাতে বিপুল সংখ্যক মানুষ অত্যন্ত উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করেন। কলকাতায় আয়োজিত একল রান ২০২৬-এর সপ্তম সংস্করণের আয়োজকরা অলিম্পিয়ান শাটলার সাইনা নেহওয়ালকে অভিনন্দন জানান।
সাইনা নেহওয়াল বলেন, "আমি বিভিন্ন ম্যারাথনে অংশ নিতে কলকাতায় এসেছি, যা খুবই ভালো লক্ষণ। এখানে সবাই খেলাধুলা পছন্দ করে দেখে আমি খুবই অভিভূত। একল রানের মতো উদ্যোগগুলি আরও বেশি করে আয়োজন করা উচিত এবং এই ধরণের উদ্দেশ্যকে আরও বেশি সমর্থন করা উচিত।"
