Country

1 day ago

Mathura RSS Meeting : ট্রেনে মথুরা পৌঁছলেন সরসঙ্ঘচালক, থাকবেন ১০ জানুয়ারি পর্যন্ত

Rashtriya Swayamsewak Sangh (RSS) chief Mohan Bhagwat
Rashtriya Swayamsewak Sangh (RSS) chief Mohan Bhagwat

 

মথুরা, ৪ জানুয়ারি : ট্রেনে মথুরা পৌঁছলেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘ (আরএসএস)-র সরসঙ্ঘচালক মোহন ভাগবত। আরএসএস-এর সরসঙ্ঘচালক মোহন ভাগবত রবিবার সকালে মথুরায় পৌঁছন। সেখান থেকে বৃন্দাবনের কেশব ধামে রওনা হন। যেখানে তিনি ৪ থেকে ১০ জানুয়ারি পর্যন্ত থাকবেন। মোহন ভাগবত ৭ দিনের সর্বভারতীয় আরএসএস কার্যনির্বাহী বৈঠকে পৌরহিত্য করবেন, যেখানে ৫০ জন পদাধিকারী উপস্থিত থাকবেন, প্রকল্পগুলি পর্যালোচনা এবং ভবিষ্যতের কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা হবে। মোহন ভাগবত অক্ষয় পত্র ফাউন্ডেশন আয়োজিত একটি অনুষ্ঠানেও অংশগ্রহণ করবেন।

You might also like!