
দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: ১৯৯৭ সালের কালজয়ী সিনেমা ‘বর্ডার’-এর সিক্যুয়েল ঘোষণা হয়েছিল আগেই। দীর্ঘ ২৭ বছর পর বিজয় দিবসের বিশেষ দিনে প্রকাশ পেল ‘বর্ডার ২’-এর প্রথম ঝলক। টিজার মুক্তির সঙ্গে সঙ্গে নস্ট্যালজিয়ার ঢেউ বইতে থাকে, অনুরাগীরা আগের মতোই সেই আবেগ, সেই শিহরণ আর দেশের প্রতি গর্ব অনুভব করেন। শুধু তাই নয়, যা সপ্তাহের শুরুতেই নির্মাতারা সোশাল মিডিয়ায় ভাগ করে নিয়েছিলেন। ছবির সিক্যুয়েলের জন্য যা তৈরি করেছেন মিঠুন। পুরনো সুর আধারিত সিক্যুয়েলের এই নতুন গান প্রকাশ্যে আসতেই মুখ খুললেন অনু মালিক।
সম্প্রতি এক সর্বভারতীয় সংবাদমাধ্যমে সিক্যুয়েলের নতুন গান নিয়ে ক্ষোভের সুরে অনু মালিক বলেন, ” ঘর কব আওগে, নতুন করে তৈরি হয়েছে এবং ছবির সিক্যুয়েলে ব্যবহার করা হয়েছে। আমি জানি এই নতুন গানের অংশ আমি নই। কিন্তু আমি বিশ্বাস করি এই গান যেহেতু একটি আইকনিক গান এবং তা যেহেতু আমার এবং জাভেদ আখতারের হাতে তৈরি তাই ছবির টিমকে অবশ্যই আমাদের কাজের স্বীকৃতি দিতেই হবে।” অনু মালিক আরও বলেন, “ছবির টিমকে আমি শুভেচ্ছা জানাচ্ছি। নতুন ‘সন্দেশ আতে হ্যায়’ খুব হিট করবে বলে আশা করি। সোনু নিগম এবং অরিজিৎ সিং দু’জনেই অসামান্য গায়ক। তাঁরা এই গানের সঙ্গে সুবিচার করবেন বলেই আমি মনে করি।”

উল্লেখ্য, ১৯৯৭ সালের ‘বর্ডার’-এর এই গানটি রচনা করেছিলেন জাভেদ আখতার এবং সুর করেছিলেন অনু মালিক। আইকনিক গানটি ফের সিক্যুয়েলে ব্যবহার করা হলেও নতুন আঙ্গিক ও সুরের কারণে নতুন প্রজন্মও এটি উপভোগ করতে পারবে। অনু মালিকের বক্তব্য স্পষ্ট করে দেয়, গানকে নতুনভাবে ব্যবহার করা গেলেও মূল স্রষ্টাদের সম্মান ও স্বীকৃতি জরুরি। সিক্যুয়েল এবং নতুন গান উভয়ই ইতিমধ্যেই অনুরাগীদের মধ্যে কৌতূহল ও উত্তেজনা তৈরি করেছে। টিজার প্রকাশের পর সামাজিক মাধ্যম জুড়ে দেখা যায়, নতুন ‘বর্ডার ২’-কে ঘিরে আগের মতো উত্তেজনা ও দেশপ্রেমের অনুভূতি।
