
দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: বলিউডের জনপ্রিয় অভিনেত্রী মালাইকা অরোরা সম্প্রতি নিজের ব্যক্তিগত জীবনের অভিজ্ঞতা নিয়ে খোলাখুলি কথা বলেছেন। মাত্র পঁচিশ বছর বয়সে ভালোবেসে বিয়ে করেছিলেন তিনি এবং খান পরিবারের বধূ হিসেবে পরিচিতি পান। কিন্তু দাম্পত্য টেকেনি, আরবাজ খানের সঙ্গে সেই বিয়ে শেষ পর্যন্ত ভেঙে যায়।
এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে মালাইকা বলেন, “কম বয়সে বিয়ে করার মতো ভুল আর কিছু নেই। জীবনকে উপভোগ করো। হ্যাঁ, বিয়ের পরও জীবনে বিভিন্ন ভালো সময় আসবে। অনেক ভালো ঘটনা ঘটবে। যেমন আমি খুব তাড়াতাড়ি আমার সন্তানের মা হতে পেরেছি। এটা একটা ভালো দিক অবশ্যই। কিন্তু এর মানে এই নয় যে, বিয়েই জীবনের সবকিছু। জীবনতাকে উপভোগ করতে জানতে হবে। আমার মনে হয়, প্রতিটি মেয়ের উচিত একটি বয়স অবধি জীবনকে উপভোগ করা। নানা ঘটনার মধ্যে দিয়ে গিয়ে নিজেকে মানসিকভাবে তৈরি করা। নিজেকে আর্থিকভাবে শক্তিশালী করা যাতে কারও উপর জীবনে নির্ভরশীল হতে না হয়, এরপরই বিয়ে করা উচিত।”
তিনি আরও বলেন, “আমি অবশ্যই বিয়ের মতো একটা প্রতিষ্ঠানে বিশ্বাস করি। কিন্তু তার মানে এই নয় যে, আমার জন্যও বিয়েটা কার্যকর হবে। আমি মাত্র পঁচিশ বছর বয়সে বিয়ে করেছিলাম। সেই বিয়ে ভেঙে যায়। তারপর আমি একটা দীর্ঘ সম্পর্কেও ছিলাম। কিন্তু আমার জন্য বিয়ে বা সম্পর্ক কোনওটাই স্থায়ী হয়নি। কিন্তু আমি এর বিরোধীতা করছি না। যদি সত্যিই আমার জীবনে প্রেম সেভাবে ধরা দেয় বা আমি বিয়ে করার জন্য একজন সঠিক মানুষকে আমার জীবনে পাই নিশ্চয়ই আমি সেই পথে হাঁটব।” মালাইকার ব্যক্তিগত জীবনের তথ্য অনুযায়ী, ১৯৯০ সালে আরবাজের সঙ্গে সম্পর্ক শুরু হয়। দীর্ঘ আট বছরের সম্পর্কের পর ১৯৯৮ সালে তাঁরা গাঁটছড়া বাঁধেন। তাঁদের সন্তান আরহান। ২০১৭ সালে দীর্ঘ দাম্পত্যের পর আলাদা হন। পরে অর্জুন কাপুরের সঙ্গে সম্পর্কেও জড়ান মালাইকা। বর্তমানে হর্ষ মেহতার সঙ্গে সম্পর্কের গুঞ্জন শোনা যায়। অন্যদিকে ২০২৩ সালে আরবাজ সুরা খানের সঙ্গে দ্বিতীয়বার বিয়ে করেন।
