
নয়াদিল্লি, ২৫ ডিসেম্বর : বড়দিনের সকালে দিল্লির 'ক্যাথিড্রাল চার্চ অব দ্য রেডেমশন'-এ গেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। যোগ দিলেন সকালের প্রার্থনায়। নিজের এক্স হ্যান্ডলে সে কথা জানিয়েছেন তিনি। সোশ্যাল মিডিয়া এক্স হ্যান্ডলে পোস্ট করেছেন দিল্লির 'ক্যাথিড্রাল চার্চ অব দ্য রেডেমশন'-এ প্রার্থনায় যোগদানের ছবিও। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লিখেছেন, ভালবাসা, শান্তি ও সহানুভূতির বার্তা রয়েছে এই অনুষ্ঠানে। ক্রিসমাসের এই উচ্ছ্বলতা সমাজে সম্প্রীতি আনুক, মঙ্গল করুক।
May Christmas bring renewed hope, warmth and a shared commitment to kindness.
— Narendra Modi (@narendramodi) December 25, 2025
Here are highlights from the Christmas morning service at The Cathedral Church of the Redemption. pic.twitter.com/BzvKYQ8N0H
