
দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: চেন্নাই বিমানবন্দরে ফের একবার ভক্তদের উন্মাদনার মুখে পড়লেন দক্ষিণী সিনেমার সুপারস্টার তথা রাজনীতিক থলপতি বিজয়। রবিবার রাতে মালয়েশিয়া সফর শেষে দেশে ফিরতেই বিমানবন্দরে কার্যত অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি হয়। প্রিয় তারকাকে একঝলক দেখার জন্য ভিড় জমান অসংখ্য ভক্ত। মুহূর্তের মধ্যে পরিস্থিতি এতটাই নিয়ন্ত্রণের বাইরে চলে যায় যে ভিড়ের চাপে এক সময় মাটিতে পড়ে যান বিজয়।
ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে, বিমানবন্দর থেকে বেরোনোর সময় বিজয়ের গাড়ি ঘিরে ফেলেছেন ভক্তরা। কেউ ছবি তুলছেন, কেউ ভিডিও করছেন, আবার কেউ কাছাকাছি যাওয়ার চেষ্টা করছেন। নিরাপত্তারক্ষীদের ঘেরাটোপ থাকা সত্ত্বেও ভিড় সামলানো সম্ভব হয়নি। প্রবল চাপের মধ্যে ভারসাম্য হারিয়ে পড়ে যান অভিনেতা। যদিও গুরুতর আঘাত পাননি তিনি। দ্রুত তাঁকে তুলে ধরে গাড়িতে বসিয়ে নিরাপদে সরিয়ে নিয়ে যান নিরাপত্তারক্ষীরা। কিছুক্ষণের মধ্যেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। এর আগের দিন মালয়েশিয়ায় নিজের আসন্ন ছবি ‘জন নয়াগন’-এর অডিও লঞ্চে অংশ নেন বিজয়। ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রায় এক লক্ষ মানুষ। মালয়েশিয়ার ইতিহাসে কোনও ছবির অডিও লঞ্চে এত মানুষের জমায়েত আগে দেখা যায়নি বলেই জানা যাচ্ছে। সেই কর্মসূচি শেষ করেই তিনি ভারতে ফেরেন।
উল্লেখযোগ্যভাবে, চলতি বছরেই বিজয়ের একটি রাজনৈতিক সমাবেশে ভয়াবহ পদপিষ্টের ঘটনা দেশজুড়ে আলোড়ন ফেলেছিল। তামিলনাড়ুর কারুরে আয়োজিত ওই সভায় অনুমানের তুলনায় বহু গুণ বেশি মানুষের ভিড় জমায় পরিস্থিতি ভয়াবহ আকার নেয়। ভিড়ের চাপে বহু মানুষ অসুস্থ হয়ে পড়েন এবং প্রাণহানির ঘটনাও ঘটে। সেই ঘটনার স্মৃতি এখনও টাটকা থাকতেই বিমানবন্দরের এই ঘটনা নতুন করে প্রশ্ন তুলে দিল ভিড় নিয়ন্ত্রণ ও নিরাপত্তা ব্যবস্থা নিয়ে।
VIDEO | TVK chief Vijay stumbled and fell while trying to get into his car at the Chennai airport.
— Press Trust of India (@PTI_News) December 28, 2025
A large crowd of fans gathered to welcome him as he returned from Malaysia.
(Full video available on PTI Videos – https://t.co/n147TvrpG7) pic.twitter.com/x42Kpd0AsW
