Breaking News
 
Globe Soccer Awards :রোনালদোকে আদর্শ মেনেই নিজের পথ চলা! গ্লোব সকারের মঞ্চে ইয়ামালের মন্তব্যে মুগ্ধ ফুটবল বিশ্ব, ভাইরাল রোনালদোর প্রতিক্রিয়া Khaleda Zia Death :‘২০১৫-র সেই সৌজন্য সাক্ষাৎ আজও উজ্জ্বল’—খালেদা জিয়াকে স্মরণ করে মোদীর আবেগঘন বার্তা, শোকজ্ঞাপন মমতারও Amit Shah: মতুয়াদের নাগরিকত্বে থাবা বসাতে পারবে না কেউ! শাহের বিস্ফোরক আশ্বাসে কি কাটবে ‘শরণার্থী’দের দীর্ঘদিনের আতঙ্ক? Amit Shah: আগাম নির্বাচনের দামামা? ‘এপ্রিলে ভোট’—অমিত শাহের এমন দাবিতে তোলপাড় বঙ্গ রাজনীতি, কোন ম্যাজিকে ক্ষমতা দখল? Amit Shah:দিলীপের ঠাঁই নেই শাহের বৈঠকে! বঙ্গ বিজেপির অন্তর্কলহ এবার প্রকাশ্যে—বিস্ফোরণের অপেক্ষায় গেরুয়া শিবির TMC:নির্বাচনী বৈতরণী পার করতে কো-অর্ডিনেটরদের ওপর ভরসা! ২৯৪ আসনে সৈনিক সাজাল তৃণমূল কংগ্রেস

 

Entertainment

2 hours ago

Aamir Khan: শীর্ষ তারকাদের হুমকির তালিকায় যুক্ত আমির খান,ভাগ্নে ইমরানের সাক্ষাৎকারে চাঞ্চল্য

Aamir Khan received death threats for Satyamev Jayate, reveals Imran Khan
Aamir Khan received death threats for Satyamev Jayate, reveals Imran Khan

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: বলিউডের কিংবদন্তি অভিনেতা আমির খানও এবার হুমকির তালিকায় যুক্ত হলেন। ভাগ্নে ইমরান খান সম্প্রতি এক সাক্ষাৎকারে ফাঁস করেছেন, কেন তার মামা এত বছর ধরে প্রাণহানির হুমকির মুখে ছিলেন। গত কয়েক বছর ধরেই বলিউডের শীর্ষ তারকারা হুমকির সম্মুখীন হয়েছেন। সলমন খান দুই বছর ধরে হুমকির মধ্যে জর্জরিত রয়েছেন। ২০২৫ সালের শুরুতেই সইফ আলি খান নিজের বাসভবনে আততায়ীর আক্রমণের মুখে পড়েন। চলতি বছরের মধ্যে শাহরুখ খানের জীবনও বিপদে পড়ে মুম্বই পুলিশ কন্ট্রোল রুমে ফোনে প্রাণনাশের হুমকি আসার পর। এবার সেই তালিকায় যুক্ত হলেন ‘মিস্টার পারফেকশনিস্ট’ আমির খান। 

বেশ কয়েকবছর ধরে  ফিল্মি কেরিয়ারে বিপর্যস্ত আমির খান। ২০১৫ সালের এক সাক্ষাৎকারে আমিরের পাশে বসে তাঁর তৎকালীন স্ত্রী কিরণ রাও ভারতের ক্রমবর্ধমান অসহিষ্ণুতা নিয়ে মুখ খুলেছিলেন। ধর্মীয় মেরুকরণের রাজনীতির প্রতিবাদ করায় সেসময়ে জোর বিতর্কের মুখে পড়়তে হয় খান দম্পতিকে। শুনতে হয়েছিল ‘দেশদ্রোহী’ কটাক্ষও। তারপর থেকেই যেন আমিরের বক্স অফিসে ‘অভিশাপ’ নেমে আসে। বয়কটের মুখে ডোবে তাঁর লাল সিং চাড্ডাও। ‘সত্যমেব জয়তে’র সঞ্চালনা করাকালীন লাগাতার খুনের হুমকিও পান আমির খান। কিন্তু কেন? এবার সেকথাই ফাঁস করলেন তাঁর ভাগ্নে ইমরান খান। 


ইমরান জানিয়েছেন, “শৈশব থেকে আমিরকে দেখে আসছি। মামা তার সব কাজই সততার সঙ্গে করেন। ‘সত্যমেব জয়তে’ শোয়ে দেশের কন্যাভ্রুণ হত্যা করার বিরুদ্ধে সরব হয়ে অনেকের বিরাগভাজন হতে হয়েছিল তাঁকে। ওই টক শোয়ে শিশুদের যৌন নির্যাতন, ধর্ষণ থেকে শুরু করে পুরুষতন্ত্রের আগ্রাসন, সমাজের অস্পৃশ্যতা, বৈষম্য, এমনকী রাজনৈতিক নানা ইস্যু তুলে ধরেছিলেন তিনি। আর তাতেই বারবার বিতর্কে জড়াতে হয় আমিরকে। এমনকী খুনের হুমকিও পেয়েছিলেন। উনি সবসময়ে বিতর্ক থেকে দূরে থাকতে চান। কিন্তু সেই মামুজানকেই দীর্ঘদিন ধরে দেশ থেকে উৎখাত করার জন্য উঠেপড়ে লেগেছে কিছু লোক।” কারা বা কোন গোষ্ঠী এই হুমকির পেছনে আছেন, সেটি তিনি স্পষ্ট করেননি। তবে এই মন্তব্যে বলিউড জগতে তোলপাড় সৃষ্টি হয়েছে। সিনেমা ও সামাজিক সচেতনতা নিয়ে সবসময় সতর্ক থাকা সত্ত্বেও, আমিরের মতো সুপরিচিত তারকারাও নিরাপত্তার ঝুঁকিতে রয়েছেন তা স্পষ্ট। 

You might also like!