Country

1 day ago

Rajasthan Cold wave: রাজস্থানে সিকারে কনকনে ঠান্ডা, পারদ নামল ০.২ ডিগ্রি সেলসিয়াসে

Cold wave  in Rajasthan
Cold wave in Rajasthan

 

সিকার, ৪ জানুয়ারি : কনকনে ঠান্ডায় কাঁপছে মরুরাজ্য় রাজস্থান। রাজস্থানের সিকার কাঁপছে কনকনে ঠান্ডায়, সেখানে পারদ নেমেছে ০.২ ডিগ্রি সেলসিয়াসে। সিকারে প্রবল ঠান্ডা তীব্রতর হচ্ছে, তাপমাত্রা হিমাঙ্কের নিচে নেমে গেছে। সিকারের ফতেহপুরে তাপমাত্রা মাইনাস ০.২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। ঘন কুয়াশা এবং হিমেল বাতাস দৈনন্দিন জীবনকে ব্যাহত করছে। রবিবার সকালে একজন স্থানীয় বাসিন্দা বলেন, "গত দুই দিন ধরে প্রচণ্ড ঠান্ডা পড়েছে। আগে আমরা সকাল সাড়ে পাঁচটায় পার্কে হাঁটতে যেতাম, কিন্তু ঠান্ডার কারণে এখন ৭:৩০টা যেতে বাধ্য হচ্ছি।" সিকার ছাড়াও রাজস্থানের অন্যত্রও ঠান্ডা বাড়ছে। তীব্র ঠান্ডা অনুভূত হচ্ছে মাউন্ট আবুতেও।

You might also like!