Country

1 day ago

Taj Mahal Disappear: আগ্রায় দৃশ্যমানতা শূন্য, কুয়াশায় অদৃশ্য তাজমহল

Taj Mahal Disappears In Dense Fog
Taj Mahal Disappears In Dense Fog

 

আগ্রা, ৫ জানুয়ারি : অতি ঘন কুয়াশার জেরে তাজনগরী আগ্রায় শূন্যে নেমে গেল দৃশ্যমানতা। দৃশ্যমানতা তলানিতে পৌঁছে যাওয়ায় সকালের দিকে সমস্যার মধ্যে পড়েন স্থানীয়রা। ঘন কুয়াশায় অদৃশ্য হয়ে যায় তাজমহল। ঘন কুয়াশার কারণে এদিন সকালে দূর থেকে দেখাই যায়নি আগ্রার তাজমহলকে। সোমবার সকালে দিল্লি-সহ উত্তর ভারতের বিভিন্ন রাজ্য ঘন কুয়াশায় আচ্ছন্ন ছিল। দিল্লি থেকে পঞ্জাব, হরিয়ানা - সর্বত্রই ঘন কুয়াশার কারণে জনজীবন বিপর্যস্ত হয়েছে। আগ্রায় দৃশ্যমানতা একেবারে শূন্যে নেমে যায়। ঘন কুয়াশার কারণে তাজ ভিউ পয়েন্ট থেকে দেখাই যাচ্ছিল না তাজমহল।

You might also like!