Country

1 day ago

Fire at Kerala's Thrissur railway station: ত্রিশুর রেল স্টেশনে ভয়াবহ আগুন, ছড়ালো আতঙ্ক

Massive Fire at Thrissur Railway Bike Parking
Massive Fire at Thrissur Railway Bike Parking

 

ত্রিশুর, ৪ জানুয়ারি : ভয়াবহ আগুন লাগল কেরলের ত্রিশুর রেল স্টেশনের মোটরবাইক পার্কিং এলাকায়। রবিবার সকালে ভয়াবহ এই আগুন লাগে। আগুনের লেলিহান শিখায় বেশ কয়েকটি যানবাহন পুড়ে যায় এবং এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। এদিন সকাল ৬টা নাগাদ রেল স্টেশনের পিছনে দ্বিতীয় প্ল্যাটফর্মের কাছে অবস্থিত বাইক পার্কিং জোনে আগুনের সূত্রপাত হয়। স্টেশনের পিছনের প্রবেশপথের কাছে বাইক পার্কিং এরিয়া থেকে আগুনের সূত্রপাত হয়, যার ফলে বেশ কয়েকটি মোটরবাইক পুড়ে যায়। প্রাথমিক রিপোর্টে জানা গেছে, ওই এলাকায় ৬০০ টিরও বেশি বাইক পার্ক করা ছিল।

You might also like!