
দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: আরও একটা বছর শেষের পথে। ভালো-মন্দ অভিজ্ঞতা, সাফল্য-ব্যর্থতা মিলিয়ে বিদায় নিচ্ছে পুরনো বছর। নতুন বছরকে স্বাগত জানাতে মুখিয়ে সকলে। একটাই প্রার্থনা—আগামী বছরে যেন পুরনো ভুলভ্রান্তি, অপ্রাপ্তির পুনরাবৃত্তি না ঘটে। সেই আশাতেই বছরের প্রথম দিনটিকে বিশেষভাবে কাটানোর চেষ্টা করেন অনেকেই। তবে জানেন কি, বছরের প্রথম দিনে আপনি কী করছেন বা কী পরছেন, তার প্রভাব নাকি পড়ে গোটা বছরের উপর? জ্যোতিষ ও লোকবিশ্বাস অনুযায়ী, পয়লা জানুয়ারিতে কিছু কাজ ভুলেও না করাই ভালো। মনে করা হয়, এই দিনটি যেমন কাটবে, বছরটিও তেমনই যাবে। তাই নতুন বছরের প্রথম দিন শুরু হোক সচেতনভাবে।
১. সারাবছর যাই পরুন না কেন, বছরের প্রথমদিনটা স্পেশাল। তাই ছেঁড়া, পুরনা বা রংচটা জামা ভুলেও পরবেন না। চেষ্টা করুন কালো রং এড়িয়ে যাওয়ার। বন্ধুবান্ধব বা ভাই-বোনেদের জামা পরেন অনেকে। কিন্তু ১ জানুয়ারি ভুলেও সেকাজ করবেন না। চেষ্টা করুন নতুন না হলেও উজ্জ্বল রঙের জামা পরার।
২. অনেকেই বৃহস্পতিবার কোনওরকম আর্থিক লেনদেন করেন না। বছরের প্রথমদিনেও এটা অবশ্যই মেনে চলুন। কাউকে ধার যেমন দেবেন না, তেমন নেবেনও না। যদি কোনও সামগ্রী কেনার থাকে তা অবশ্যই আগেভাগেই সেরে রাখুন।
৩. এবছর প্রত্যাশা পূরণ করেছে শীত। জবুথবু দশা তিলোত্তমাবাসীর। স্বাভাবিকভাবেই সকলেই চাইছেন ধীরে সুস্থ সকালটা শুরু করতে। অন্যান্যদিন অফিসের চাপে তা না হলেও পয়লা জানুয়ারি তো ছুটি, তাই এদিন একটু দেরিতে ওঠার প্ল্যান করেছেন অনেকেই। কিন্তু এই ভুলটা একদম করবেন না। অলসতাকে একদম গুরুত্ব দেবেন না। তাহলেই কেলেঙ্কারি।
৪. বছরের প্রথমদিনে ঘর সাজিয়ে তুলুন আলোয়। কারণ, অন্ধকারে নেতিবাচক শক্তি প্রবেশ করে। বাড়ির উত্তর-পূর্ব কোনে অবশ্যই আলো জ্বালাবেন।
৫. ভালো-মন্দ মিলিয়েই জীবন। পরিবারের সদস্যদের সঙ্গেও অনেকসময় কথা কাটাকাটি হয়েই যায়। কিন্তু পয়লা জানুয়ারি ভুলেও তর্কে জড়াবেন না। সকলের সঙ্গে মিলেমিশে ঝলমলে একটা দিন কাটান আপনি। সুন্দর করে তুলুন বাকিদের পয়লা জানুয়ারিও।
