Life Style News

1 day ago

Razor Burn Relief: রেজার ব্যবহারের পর ত্বকের সমস্যা? জেনে নিন রোমহীন সুন্দর পা পেতে সঠিক যত্নের উপায়

5 Fast Home Remedies for Razor Burn
5 Fast Home Remedies for Razor Burn

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: সুন্দর, মোলায়েম ও ঝকঝকে ত্বক পেতে কে না চান! বিশেষ করে লোমহীন সুন্দর পা অনেকের কাছেই আত্মবিশ্বাসের অন্যতম চাবিকাঠি। ব্যস্ত জীবনে চটজলদি সমাধান হিসেবে তাই অনেকেই ভরসা রাখেন রেজারের উপর। তবে রেজার ব্যবহারের পর ত্বকে জ্বালা, লালচে ভাব, ছোট ছোট দানা বা ইনগ্রোন হেয়ার-এর মতো সমস্যায় ভোগেন অনেকেই। বিশেষজ্ঞদের মতে, ভুল পদ্ধতিতে রেজার ব্যবহার বা শেভের পর সঠিক যত্ন না নেওয়াই এই সমস্যার মূল কারণ। শুষ্ক ত্বকে রেজার চালানো, পুরনো বা ভোঁতা ব্লেড ব্যবহার করা এবং শেভের পর ত্বক ময়েশ্চারাইজ না করলে ত্বক আরও সংবেদনশীল হয়ে ওঠে। জেনে নিন কীভাবে মুক্তি পাবেন এই সমস্যা থেকে।


১। ত্বকের যে কোনও সমস্যা মেটাতে ভরসা অ্যালোভেরা। ত্বকে রেজার চালনোর পর যে কোনও সমস্যা দেখা দিলে চটজলদি সমস্যা দেখা দিলে তার সমাধান করুন এই উপায়ে। এতে থাকা ভিটামিন এ, সি এবং ই ত্বকের জন্য বিশেষ উপকারী। যা রেজার ব্যবহারের পর ত্বকে ১৫-২০ মিনিট রাখলেই মিলবে সমাধান।

২। অনেকেরই ত্বকে রেজার চালানোর পর র‍্যাশ ও ত্বক জ্বালা করার মতো নানা সমস্যা দেখা দেয়। এই সমস্যার খুব সহজ সমাধান হিসেবে ব্যবহার করতে পারেন বরফ। বাড়িতে থাকা বরফ শুকনো কাপড়ে মুড়ে নিয়ে ত্বকের যে অংশে প্রদাহ ও র‍্যাশ দেখা দিচ্ছে সেখানে বরফ দিলে অনায়াসেই সমাধান পাবেন।

৩। আরও এক সহজ সমাধান হল এক্ষেত্রে নারকেল তেল। ত্বকে রেজার চালানোর পর প্রদাহ বা র‍্যাশে নারকেল তেল ম্যাজিকের মতো কাজ করে। তাই এই সমস্যার সমাধানে দিনে ২-৩ বার নারকেল তেল ব্যবহার করলেই এই সমস্যা থেকে মুক্তি পাবেন।

৪। মধু এমনিতেই ত্বকের জন্য উপকারী। আর ত্বকে রেজার ব্যবহারের পর যে কোনও সমস্যার সমাধানে মধু ব্যবহার করতে পারেন। রেজার ব্যবহার করতে গিয়ে ছোটখাটো ক্ষত হলে তাতেও সমানভাবে উপকার দেবে মধু।

৫। ত্বকে আরাম পেতে শশা বিশেষভাবে উপকারী। এতে থাকা ভিটামিন কে-সহ নানা উপাদান ত্বকে রেজার ব্যবহারের পরের প্রদাহ কমাতে সাহায্য করে। তাই আপনি এই সমস্যায় পড়লে অনায়াসে শশা কেটে ব্যবহার করতে পারেন।

You might also like!