Life Style News

1 hour ago

Couple Care: শীতে শরীর গরম রাখার মোক্ষম টোটকা! যৌনতার ছোঁয়ায় বাড়বে রোগ প্রতিরোধ ক্ষমতা, সঙ্গীকে আজই কাছে টানুন এই কৌশলে

Winter Intimacy Tips
Winter Intimacy Tips

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: সারা দেশ জুড়ে শুরু হয়েছে উত্তুরে হাওয়ার ঝোড়ো ইনিংস। পারদ নামছে হু হু করে। আলমারি থেকে বের হওয়া ভারী সোয়েটার বা গরম চাদরেও যেন ঠান্ডা ঠিক মানছে না। কিন্তু এই হাড়কাঁপানো শীতের মধ্যেই লুকিয়ে রয়েছে এক অদ্ভুত রোমাঞ্চ। বিশেষজ্ঞদের মতে, শীতের এই নিস্তব্ধ রাতগুলোই দম্পতিদের শারীরিক ও মানসিক ঘনিষ্ঠতা বাড়াতে সবথেকে বেশি কার্যকর ভূমিকা নেয়।প্রথমেই জেনে নেওয়া যাক শীতের রাতের যৌনতার বিশেষ উপকারিতা কী? বিশেষজ্ঞদের মতে,

 প্রথমত, প্রতিবার যৌনতা ফলে মস্তিষ্ক থেকে ইন্ডোরফিনস নির্গত হয়। যা শীতের ত্বকের উষ্ণতা বাড়ায়। অর্থাৎ কামড়কে সামাল দিতে সাহায্য করে।

দ্বিতীয়ত, শীতে রোজকার সর্দি-কাশির সমস্যা দূর করতে পারে যৌনতা। কারণ, যৌনতার ফলে শরীরে জীবাণুর সঙ্গে লড়াকু অ্যান্টিবডির জন্ম হয়। যা সর্দি-কাশির মতো ভাইরাল ইনফেকশন থেকে শরীরকে সুস্থ রাখতে সাহায্য় করে।

তৃতীয়ত, শীতে অবসাদগ্রস্ত হয়ে পড়েন বেশিরভাগ মানুষ। তাই এই সময় প্রতি রাতে যৌনতায় মেতে ওঠা বাধ্যতামূলক। তাতে দূর হবে অবসাদ।

তাই এই সময় যৌনতায় বিশেষ গুরুত্ব দেওয়া প্রয়োজন। কীভাবে শীতের রাত আরও উষ্ণ করে তোলা যায়, রইল সেই টিপস।


* প্রথমেই ঘরটিকে সাজিয়ে তুলুন। মোমবাতিতে সাজান ঘর। তাতে ঘরটি খানিক উষ্ণ হবে। আবার মায়াবী রূপ পাবে ঘর।

* বিছানায় ঝড় তোলার আগে দু’জনে ছোঁয়াছুঁয়ির খেলায় মেতে উঠুন। তাতে যৌনতৃপ্তি আরও বাড়বে।

* পায়ে মোজা পরে বিছানায় উঠুন। তাতে শরীরী খেলায় মাততে আরও সুবিধা হবে।

* অর্গ্যাজমের সময় একে অপরকে হট অয়েল মাসাজ করতে পারেন। তাতে স্নায়ু আরাম হবে। যৌনতৃপ্তিও হবে।

* থার্মাল অন্তর্বাস ব্যবহার করতে পারেন।

* যৌনতার ফাঁকে হট চকলেট খেতে পারেন। গরম কফির কাপে চুমুক দিতেও পারেন। 

* যৌনতার পর দু’জনে গরম জলে একসঙ্গে স্নান করতে পারেন।

তাই আর দেরি কীসের? এবারের শীতে বন্ধ ঘরে দু’জনে নানা পরীক্ষা নিরীক্ষা করতেই পারেন। মন্দ লাগবে না! 

You might also like!