
দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: প্রথমবার সামনাসামনি দেখা হওয়া, আড়চোখে তাকানো কিংবা একসঙ্গে কফির কাপে চুমুক— প্রথম ডেটের প্রতিটি মুহূর্তই রঙিন স্বপ্নের মতো হতে পারে। চ্যাটবক্সের ওপারে থাকা মানুষটিকে সামনাসামনি চেনার এই প্রক্রিয়া যেমন আনন্দদায়ক, তেমনই এর মুদ্রার উল্টো পিঠও থাকতে পারে। অচেনা কারোর সঙ্গে কাটানো এই সুন্দর সময়টি যাতে কোনোভাবে দুঃস্বপ্নে পরিণত না হয়, তার দায়ভার অনেকটা আপনার নিজের হাতেই। মনে রাখবেন, রোমান্সের চেয়েও আপনার ব্যক্তিগত নিরাপত্তা বেশি গুরুত্বপূর্ণ।
নিজেকে নিরাপদ রাখতে পাঁচটি কৌশল মেনে চলুন—
নিরিবিলি নয়, ভিড়ে দেখা করুন:
প্রথম বার অচেনা মানুষের সঙ্গে দেখা করবেন। তাঁর মানসিকতা সম্পর্কে সম্পূর্ণ ধারণা আপনার নেই। চেনার জন্য খানিক সময় দেওয়া উচিত। আর প্রথম ডেটে সেটি সম্ভব নয়। যদি তিনি বিপজ্জনক মানুষ হন, তা হলে নিরিবিলি জায়গায় দেখা করা উচিত নয়। দেখা হোক এমন জায়গায়, যেখানে আশপাশে মানুষ রয়েছে— রেস্তরাঁ, কফিশপ বা বড় পার্ক অথবা রাস্তায়। যাতে বিপদে পড়লে সহজেই সাহায্য পেতে পারেন।
নিজের অবস্থান সম্পর্কে অবগত করুন:
বন্ধু বা পরিবারের কাউকে সব কিছু জানিয়ে যাওয়া উচিত। কোথায় যাচ্ছেন, কার সঙ্গে দেখা হচ্ছে আর কখন ফিরবেন। চাইলে মোবাইলে লোকেশনও শেয়ার করে রাখতে পারেন। এতে নিশ্চিন্তে সময় কাটাতে পারবেন।
নিজে যাতায়াত করুন:
যাঁর সঙ্গে দেখা করতে যাচ্ছেন, তিনি কি আপনাকে বাড়ি থেকে তুলবেন আবার পৌঁছেও দেবেন? প্রথম দিনই এতটা বিশ্বাস করে ফেলা উচিত নয়। ধরা যাক, তার আগে বেশ কিছু দিন একে অপরের সঙ্গে কথা বলেছেন ফোনে। কিন্তু ততটুকু পরিচয় যথেষ্ট নয়। নিজের গাড়ি বা অ্যাপ ক্যাবে যাতায়াত করুন। নিজে যাতায়াত করলে নিয়ন্ত্রণ থাকবে আপনারই হাতে। জোর করে আপনাকে কোথাও নিয়ে যেতে পারবে না কেউ।
খাবার বা পানীয়ের দিকে নজর রাখুন:
যা খাবেন বা পান করবেন, তা নিজের চোখের সামনে রাখবেন। নিজেই অর্ডার করবেন, দরকারে নিজে হাতে কাউন্টার থেকে নিয়ে আসবেন। অচেনা ব্যক্তির হাতে দেওয়া কিছু নেবেন না। অ্যালকোহল থাকলে সতর্ক থাকুন, কেউ যেন কিছু মিশিয়ে না দিতে পারেন।
সন্দেহের উদ্রেক হলে বেরিয়ে পড়ুন:
নতুন মানুষটির কোনও কথা বা আচরণে অস্বস্তি তৈরি হলে দেরি না করে বেরিয়ে পড়ুন। নিজের নিরাপত্তা সবার আগে।
প্রথম ডেট মানে নতুন পথচলার স্বপ্ন। কিন্তু নিজের নিরাপত্তা যেন অবহেলিত না হয়। ছোট ছোট পন্থায় সাবধানতা অবলম্বন করলেই খারাপ অভিজ্ঞতার সম্ভাবনা কমবে।
