
দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: প্রবীণ গীতিকার ও নাস্তিক জাভেদ আখতার নতুন বছর শুরুতেই তোলপাড় সৃষ্টি করেছেন—এবার নিজের অজান্তেই! সম্প্রতি নেটভুবনে ভাইরাল একটি ভিডিওতে দেখা যাচ্ছে, ফেজ টুপি পরে, চোখে সুরমা দিয়ে জাভেদকে মসজিদে নমাজ পড়তে যাওয়া অবস্থায় দেখানো হয়েছে। ভিডিওটি দেখে অনুরাগীরা হতবাক, আর নিন্দুকরা প্রশ্ন তুলেছেন—মুফতি নদবীর সঙ্গে ঈশ্বরের অস্তিত্ব নিয়ে বিতর্কের পর কি জাভেদ এবার ধার্মিক হয়ে গেলেন?
যেখানে ভিডিওটি কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে তৈরি করা, জাভেদ আখতার তা ‘আবর্জনা’ বলে খণ্ডন করেছেন। এক্স হ্যান্ডেলে তিনি জানান, “একটি ভুয়ো ভিডিও ভাইরাল করা হচ্ছে যেখানে আমার মাথায় টুপি রয়েছে। কম্পিউটার জেনারেটেড ওই ছবি দিয়ে দাবি করা হয়েছে, অবশেষে আমি নাকি আল্লার শরণাপন্ন হয়েছি। এটা একেবারেই বাজে কথা! ভুয়ো ওই ভিডিও নিয়ে সাইবার সেলে অভিযোগ জানিয়েছি। যে বা যাঁরা ওই ভুয়ো ভিডিও বানিয়ে আমার মানহানি করার চেষ্টা করেছেন, তাঁদের বিরুদ্ধে আদালতে মামলা করেছি।” সংশ্লিষ্ট ভিডিওয় দাবি করা হয়েছে মুফতি নদবীর সঙ্গে তর্কের পরই নাকি জাভেদ আখতার আল্লাহর অস্তিত্ব মেনে নিয়ে মসজিদে নমাজ পড়তে গিয়েছেন।
উল্লেখ্য, গত ডিসেম্বরে জাভেদ আখতার ঈশ্বরের অস্তিত্ব নিয়ে এক বিতর্কসভায় অংশ নিয়েছিলেন। সেখানে মুফতি নদবীর সঙ্গে তিনি বলেন, “আল্লা বা ঈশ্বর যদি সর্বশক্তিমান হন, সর্বত্র যদি তাঁর উপস্থিতি থাকে, তাহলে গাজাতেও আল্লাহ রয়েছেন। সেখানে বোমা হামলায় শিশুদের ছিন্নভিন্ন হওয়া শরীর দেখছেন। তারপরও তো ঈশ্বর কিছুই করেননি। এরপরও আপনি চাইছেন আমি ঈশ্বরের উপর বিশ্বাস রাখি?” এখানেই তিনি থামেননি। পরবর্তীতে জাভেদ বলেন, “আল্লাহর চেয়ে আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি অনেক ভালো। অন্তত তিনি কিছু তো খেয়াল রাখেন। আচ্ছা, সব প্রশ্ন, সব আলোচনা কেন ঈশ্বরে এসেই থামে? এ কেমন ঈশ্বর যিনি শিশুদের বোমা হামলায় মরতে দেখেন? যদি তিনি থেকে থাকেন এবং এই সব কিছু হতে দেখেন, তাহলে ঈশ্বর বা আল্লাহর না থাকাটাই শ্রেয়।”
A fake video is in circulation showing my fake computer generated picture with a topi on my head claiming that ultimately I have turned to God . It is rubbish . I am seriously considering to report this to the cyber police and ultimately dragged the person responsible for this…
— Javed Akhtar (@Javedakhtarjadu) January 1, 2026
