Life Style News

1 day ago

Home-made under eye cream: বয়সের ছাপ চোখের নিচে? ঘরোয়া উপায়ে তৈরি আন্ডারআই ক্রিমেই মিলতে পারে সমাধান

3-Ingredient Under Eye Cream
3-Ingredient Under Eye Cream

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: বয়স ৪০ পেরোলেই ত্বকে নানা পরিবর্তন ধরা পড়তে শুরু করে। কর্মব্যস্ত জীবন, মানসিক চাপ, অনিয়মিত খাওয়াদাওয়া এবং ঘুমের অভাবের প্রভাব সবচেয়ে আগে পড়ে চোখের চারপাশে। চোখের নিচে ফোলা ভাব, ডার্ক সার্কেল ও বলিরেখা দেখা দিলে মুখ অনেকটাই বয়স্ক দেখাতে শুরু করে। এই সমস্যা থেকে মুক্তি পেতে অনেকেই বাজারচলতি আন্ডারআই ক্রিম ব্যবহার করেন। তবে বহু ক্ষেত্রেই সেগুলি প্রত্যাশিত ফল দেয় না। ত্বক বিশেষজ্ঞদের মতে, রাসায়নিক উপাদানযুক্ত ক্রিম সংবেদনশীল আন্ডারআই অংশের জন্য সবসময় উপযোগী নাও হতে পারে। বরং ঘরোয়া উপায়ে প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি আন্ডারআই ক্রিম নিয়মিত ব্যবহার করলে ধীরে ধীরে মিলতে পারে উপকার।


∆ কেন চোখের কোলে বলিরেখা দেখা দেয়?

১। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে ত্বকে কিছু পরিবর্তন হয়। কোষ বিভাজন ধীর গতিতে হতে থাকে। ফলে ত্বকের উপরের স্তর পাতলা হয়ে আসে।

২। ত্বকের সবচেয়ে গভীরের স্তর ঝুলে পড়ায় অন্য স্তরের উপরেও তার প্রভাব পড়ে।

৩। তৈলগ্রন্থি শুকিয়ে যেতে থাকে। ফলে ত্বক

∆ কী ভাবে ঠিক করবেন এই সমস্যা?

বলিরেখার মোকাবিলা করতে হলে প্রথমেই বাদ দিতে হবে সেই সব বদভ্যাস, যার কারণে বলিরেখা পড়ে। যদি সব সময়েই চোখের কোল ফোলা দেখায় তা হলে ডায়েটের দিকে নজর দিতে হবে। ত্বকে স্বাস্থ্যকর তেল লাগানোর পাশাপাশি ডায়েটে রাখতে হবে অ্যান্টি-অক্সিড্যান্ট সমৃদ্ধ খাবার।

∆ কী কী লাগবে আন্ডার আই ক্রিম বানাতে? 

১। ভিটানিমন ই ক্যাপসুল: ২টি (ত্বকে পুষ্টি জোগায়)

২। থাইম এসেনশিয়াল অয়েল: ২ ফোঁটা (কার্যকর অ্যান্টিঅক্সিড্যান্ট)

৩। নারকেল তেল: ১ চা চামচ (ত্বক আর্দ্র রাখতে সাহায্য করে)

∆ কী ভাবে লাগাবেন?

তিনটি উপকরণ একসঙ্গে মিশিয়ে নিন। চোখের চারপাশে দু’হাতের অনামিকা দিয়ে ঘড়ির কাঁটার দিকে মাসাজ করুন। খেয়াল রাখবেন, যেন চোখে ঢুকে না যায়। ভেজা পেপার টাওয়েল দিয়ে আলতো মুছে নিন। ঘুমোতে যাওয়ার ১-২ ঘণ্টা আগে মাখুন রোজ। বলিরেখার পাশাপাশি চোখের তলার কালি থেকেও মুক্তি পাবেন।

You might also like!