
কলকাতা, ৩ জানুয়ারি : জমজমাট শীতের মধ্যেই দক্ষিণবঙ্গের জন্য মন খারাপের খবর। তবে, উত্তরবঙ্গের জন্য সুখবর, দার্জিলিং-এ তুষারপাতের সম্ভাবনার কথা জানালো আলিপুর আবহাওয়া দফতর। মূলত পশ্চিমী ঝঞ্চার জন্যই তাপমাত্রা বাড়ার সম্ভাবনা দক্ষিণবঙ্গে। আগের দিনের তুলনায় শনিবারই সামান্য বেড়েছে নূন্যতম তাপমাত্রা। রবিবার পর্যন্ত ধীরে ধীরে ঊর্ধ্বমুখী হবে তাপমাত্রা, তারপর দুই-তিন দিন একই রকম থাকবে আবহাওয়া।
আবহাওয়া দফতর জানিয়েছে, ওড়িশার উপকূলে বিপরীত ঘূর্ণাবর্ত রয়েছে, এর প্রভাবে জলীয় বাষ্প ঢুকবে। কুয়াশার ঘনঘটা বাড়বে রাজ্যে। দক্ষিণবঙ্গে কুয়াশার সম্ভাবনা বাড়বে। কলকাতা ছাড়াও উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান এবং বীরভূম ও মুর্শিদাবাদ সহ-সংলগ্ন এলাকায় বাড়বে কুয়াশা। এদিকে, দার্জিলিং সহ উত্তরবঙ্গের চার জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টি হতে পারে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি জেলাতে। দার্জিলিং-এর পার্বত্য উঁচু এলাকায় তুষারপাতের সম্ভাবনা রয়েছে। দার্জিলিং জেলা সহ-সংলগ্ন পার্বত্য এলাকায় তাপমাত্রা সর্বনিম্ন ৪ থেকে ৬ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে। শনিবার সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিক।
