Country

23 hours ago

Delhi Cold Wave: দিল্লি দূষণের কবলেই, কুয়াশায় ব্যাহত উড়ান পরিষেবা

Delhi Fog Disrupts Flights, AQI Very Poor
Delhi Fog Disrupts Flights, AQI Very Poor

 

নয়াদিল্লি, ৪ জানুয়ারি : শীতে রীতিমতো কাঁপছে জাতীয় রাজধানী দিল্লি। রবিবার সকালেও কনকনে শীতের আমেজ বজায় ছিল দিল্লিতে। শীতের পাশাপাশি একইসঙ্গে কুয়াশার দাপটও রয়েছে। কুয়াশার কারণে এদিনও দিল্লিতে বিঘ্নিত হয়েছে উড়ান পরিষেবা। কুয়াশায় দৃশ্যমানতা কমে যাওয়ায় ধীর গতিতে চলাচল করে যানবাহন। শীত ও কুয়াশার মধ্যে দূষণে নাভিশ্বাস জাতীয় রাজধানী। রবিবার সকালে দিল্লির অনেক স্থানেই বাতাসের গুণগতমানের সূচক ছিল মন্দ পর্যায়ে। এদিন সকালে দিল্লির বেশ কিছু স্থানে বাতসের গুণগতমানের সূচক বা একিউআই ছিল ২৫০-এর ঊর্ধ্বে। যা মন্দ পর্যায়েই পড়ে। ইন্ডিয়া গেট চত্বরে একিউআই ছিল ২৮৭, ধৌলা কুয়া এলাকায় একিউআই ছিল ৩২২।

You might also like!