Country

7 hours ago

Chill sets in across UP: শীতে জবুথবু উত্তর প্রদেশ, ঘন কুয়াশায় কমেছে দৃশ্যমানতা

Cold weather in Uttar Pradesh
Cold weather in Uttar Pradesh

 

লখনউ, ৩ জানুয়ারি : কনকনে ঠান্ডায় কাঁপছে উত্তর প্রদেশ। জৌনপুর, আগ্রা, প্রয়াগরাজ, মোরাদাবাদ সর্বত্রই জমজমাট ঠান্ডা। তীব্র শীতে রীতিমতো জমে যাচ্ছে উত্তর প্রদেশের বিভিন্ন জেলা। এরইমধ্যে ভোগান্তি বাড়াচ্ছে ঘন কুয়াশা। কুয়াশার ঘনঘটায় শনিবার সকালে অনেকস্থানেই কমেছে দৃশ্যমানতা। ফলে বিঘ্নিত হয়েছে যানবাহন চলাচল। দিনের আলো ফুটছে দুপুরের দিকে, ভোর থেকে সকাল পর্যন্ত চারিদিকে শুধুই কুয়াশা। আপাতত এই কুয়াশা থেকে নিস্তার পাবে না উত্তর প্রদেশ। এদিন সকালে তাজনগরী আগ্রাও ছিল দূষণের কবলে।

You might also like!