
দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: বড়দিন মানেই ঘরে ঘরে কেক-কুকিজের গন্ধ, উৎসবের আনন্দে ব্যস্ত সময়। নানা ধরনের কেক, মাফিন, ব্রাউনি বানানোর পাশাপাশি এবার যদি একটু ভিন্ন স্বাদের কিছু ট্রাই করতে চান, তবে আদর্শ হতে পারে লেমন টার্ট। টক-মিষ্টি স্বাদের এই ইউরোপিয়ান ডেজার্ট বড়দিনের টেবিলে আনতে পারে নতুনত্ব। সহজ উপকরণেই বাড়িতে বানানো যায় এই বিশেষ মিষ্টান্ন। রইল বিস্তারিত খবর ও রেসিপি।
উৎসবের মরশুমে চিরাচরিত ফলের কেক বা চকলেট কেকের বাইরে গিয়ে অনেকেই নতুন স্বাদের ডেজার্ট খুঁজে থাকেন। সেই তালিকায় ক্রমশ জনপ্রিয় হয়ে উঠছে লেমন টার্ট। মাখনের তৈরি ক্রিস্পি বেস আর লেবুর টক-মিষ্টি ফিলিং—এই দুইয়ের মেলবন্ধনেই তৈরি হয় এই সুস্বাদু ডেজার্ট।
বিশেষজ্ঞদের মতে, ভারী ক্রিম বা অতিরিক্ত মিষ্টি না থাকায় লেমন টার্ট খেতে হালকা লাগে, যা বড়দিনের ভরপেট খাওয়ার পর ডেজার্ট হিসেবে আদর্শ।
কী কী লাগবে? জেনে নিন বিস্তারিত।
∆ টার্ট বেসের জন্য:
ময়দা
ঠান্ডা মাখন
চিনি
ডিমের কুসুম
∆ লেমন ফিলিংয়ের জন্য:
লেবুর রস
লেবুর খোসার গ্রেট করা অংশ
ডিম
চিনি
বাটার
∆ বানানোর পদ্ধতি: প্রথমে ময়দা, মাখন ও চিনি একসঙ্গে মিশিয়ে ডো তৈরি করে নিন। ডো রেস্ট দিয়ে টার্ট মোল্ডে বসিয়ে বেক করুন। অন্যদিকে লেবুর রস, চিনি, ডিম ও বাটার দিয়ে তৈরি করুন লেমন কার্ড। বেক করা টার্ট শেলের মধ্যে এই ফিলিং ঢেলে আবার অল্প সময় বেক করলেই তৈরি হয়ে যাবে লেমন টার্ট। পরিবেশনের আগে ওপর থেকে সামান্য আইসিং সুগার বা হুইপড ক্রিম দিলে স্বাদ আরও বাড়বে।
বড়দিনে পরিবারের সদস্য ও অতিথিদের চমকে দিতে এবার ঘরেই বানিয়ে ফেলুন এই ভিন্ন স্বাদের লেমন টার্ট। পরিচিত কেকের বাইরে গিয়ে নতুন কিছু বানানোর আনন্দই তো উৎসবের আসল মজা।
