Breaking News
 
Delhi Blast: ভুটান থেকে দেশে ফিরেই দিল্লি বিস্ফোরণে আহতদের সঙ্গে হাসপাতালে দেখা করলেন প্রধানমন্ত্রী মোদি! Shubman Gill: শুভমান-শেহনাজের মধ্যে সম্পর্ক কী? 'গিল' পদবি রহস্য ফাঁস করলেন সলমনের নায়িকা Partha Chtterjee: চাকরির দুর্নীতির অভিযোগ অস্বীকার, পার্থর চ্যালেঞ্জ—'কার থেকে টাকা নিয়েছি?', খোলা চিঠি বেহালা পশ্চিমে Delhi Blast: সরকারি চাকুরের মেয়ে চিকিৎসক শাহিন, বিবাহবিচ্ছেদের পর জইশ-এ যোগদান, ধৃত জঙ্গি কাজ করত মাসুদের বোনের নির্দেশে Partha Chatterjee: ‘দুয়ারে দুয়ারে ঘুরে উত্তর দেব’, নির্দোষ প্রমাণের অঙ্গীকার পার্থর, মরিয়া হারানো 'স্থান' ফিরে পেতে Shubman Gill: আচমকা ইডেনে দেখা! পুরনো সতীর্থদের পেয়ে মেতে উঠলেন শুভমান, উৎফুল্ল তারকা

 

Festival and celebrations

1 week ago

Rash Yatra 2025 : রাসপূর্ণিমা বা রাসযাত্রা কবে? তিথি শুরু ও শেষ কখন, বিস্তারিত জেনে নিন

Rash Yatra 2025
Rash Yatra 2025

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: শ্রীকৃষ্ণের প্রেম-প্রকৃতির উৎসব রাস, যা বৈষ্ণব ধর্মের অন্যতম প্রধান আরাধনা। রাধাকৃষ্ণ ও গোপিনীদের নিয়ে এই রাস উৎসবের উল্লেখ রয়েছে বিভিন্ন পুরাণে (শারদ ও বসন্ত রাস)।তবে বিভিন্ন পুরাণে বিভিন্ন মতেরও উল্লেখ আছে, কোথাও শারদ রাসের, আবার কোথাও বসন্ত রাসের উল্লেখ পাওয়া যায়।

কৃষ্ণপ্রেমে মুগ্ধ হয়ে গোপিনীরা সংসার পরিত্যাগ করে বৃন্দাবনে সমবেত হয়েছিলেন। শ্রীকৃষ্ণ তাঁদের সংসারে ফিরে যেতে অনুরোধ করলেও গোপিনীরা তা অস্বীকার করেন। শ্রীকৃষ্ণকে নিজেদের ভেবে গোপিনীদের মন অহংপূর্ণ হলে শ্রীকৃষ্ণ রাধাকে নিয়ে অন্তর্হিত হন। গোপিনীদের ভুল ভাঙে, অহং চূর্ণ হয় এবং তাঁরা শ্রীকৃষ্ণের স্তব করেন। গোপিনীদের ভক্তিতে সন্তুষ্ট হয়ে শ্রীকৃষ্ণ ফিরে আসেন এবং গোপিনীদের জীবনের পরমার্থ বোঝান। প্রত্যেক গোপিনীর মনোবাঞ্ছা পূরণ করে শ্রীকৃষ্ণ তাঁদের জাগতিক ক্লেশ থেকে মুক্তিদান করেন।

বাংলায় শ্রীচৈতন্যদেবের রাস উৎসব পালনের কথাও শোনা যায়। রাজা কৃষ্ণচন্দ্র রায় এবং গিরিশচন্দ্র রায় পরবর্তী কালে বাংলায় রাস উৎসবের বহুল প্রচলন ঘটে। বৃন্দাবন, মথুরা, আসাম, মণিপুর এবং ওড়িশা ও পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে আড়ম্বরের সঙ্গে রাস উৎসব পালন করা হয়। রাধাকৃষ্ণের আরাধনাই মূল বিষয় হলেও অঞ্চলভেদে ভিন্ন ভিন্ন রীতিতে রাসউৎসব পালিত হয়।

আগামী ৫ নভেম্বর, বুধবার শ্রীকৃষ্ণের প্রেমের উৎসব রাসযাত্রা।

বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা অনুসারে–

পূর্ণিমা তিথি আরম্ভ–

বাংলা– ১৮ কার্তিক, মঙ্গলবার।

ইংরেজি– ৪ নভেম্বর, মঙ্গলবার।

সময়– রাত ১০টা ৩৮ মিনিট।

পূর্ণিমা তিথি শেষ–

বাংলা– ১৯ কার্তিক, বুধবার।

ইংরেজি– ৫ নভেম্বর, বুধবার।

সময়– সন্ধ্যা ৬টা ৪৯ মিনি ।

গুপ্তপ্রেস পঞ্জিকা অনুসারে–

পূর্ণিমা তিথি আরম্ভ–

বাংলা– ১৭ কার্তিক, মঙ্গলবার।

ইংরেজি– ৪ নভেম্বর, মঙ্গলবার।

সময়– রাত ৯টা ২২ মিনিট ১৩ সেকেন্ড।পূর্ণিমা তিথি শেষ–

বাংলা– ১৮ কার্তিক, বুধবার।

ইংরেজি– ৫ নভেম্বর, বুধবার।

সময়– সন্ধ্যা ৭টা ৬ মিনিট ৪১ সেকেন্ড ।

You might also like!