দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:উত্তরবঙ্গে পৌঁছেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গিয়েছিলেন কন্যাশ্রীতে। তবে মাঝরাতে সেখান থেকে পাড়ি জমান উত্তরকন্যায়। জানা গিয়েছে, কন্যাশ্রীতে নেটওয়ার্ক সমস্যার কারণে নেপালের অশান্ত পরিস্থিতি সংক্রান্ত খবরে নজর রাখতে তিনি উত্তরকন্যায় চলে আসেন।
মঙ্গলবার তিনদিনের জন্য উত্তরবঙ্গ সফরে গিয়েছেন মুখ্যমন্ত্রী। বুধে ডুয়ার্সে চা শ্রমিকদের জমির পাট্টা বিলি-সহ একাধিক কর্মসূচি রয়েছে তাঁর। উত্তরবঙ্গ সফর শুরুর আগে হিংসা বিধ্বস্ত নেপাল নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। স্বাভাবিকভাবেই দিনভর তাঁর নজরে ছিল নেপালের পরিস্থিতি। উত্তরবঙ্গে গিয়ে কন্যাশ্রী বাংলোয় পৌঁছনোর পর দেখা যায়, নেটওয়ার্কের সমস্যা। ফলে নেপালের খবর পেতে সমস্যা হচ্ছিল তাঁর। সেই কারণেই মুখ্যমন্ত্রী আর কন্যাশ্রীতে থাকতে চাননি। তাই মাঝরাতে চলে যান উত্তরকন্যায়।
প্রসঙ্গত, উত্তরবঙ্গে যাওয়ার সময় নেপালের অশান্তি নিয়ে মমতা বলেছিলেন, “নেপাল আমার দেশ নয়। এটা বিদেশি রাষ্ট্র। এই ব্যাপারে কথা বলতে পারি না। নেপাল, শ্রীলঙ্কা, বাংলাদেশকে ভালোবাসি। কেন্দ্রীয় সরকার আমাদের কিছু বললে বলতে পারি। এটা কেন্দ্র দেখছে। আমার অনুরোধ থাকছে, সীমান্ত এলাকায় নজর রাখুন সকলে। কোনও গন্ডগোল জড়িয়ে পড়বেন না। ওখানে শান্তি ফিরে আসুক। আমারা মনে করি, পাড়া-প্রতিবেশী ভালো থাকলে আমরা ভালো থাকব।”