Breaking News
 
Mamata Banerjee: ‘বিজেপির লুট ও গণতন্ত্র হত্যা’, আইপ্যাক অফিসে ইডি অভিযানের প্রতিবাদে মিছিলের ডাক মমতার Mamata Banerjee at I-PAC Office: 'মার্ডার অফ ডেমোক্রেসি',সল্টলেকে আইপ্যাক অফিসে তল্লাশি, বিজেপি সরকারকে কটাক্ষ মমতার Mamata banerjee: ‘আমাদের ভোটের স্ট্র্যাটেজি ছিনতাই করা হয়েছে’—ইডি হানার মধ্যে I-PAC দপ্তরে তোপ দাগলেন মমতা Mamata Banerjee: তল্লাশির আবহে প্রতীকের বাড়ি থেকে I-PAC, মুখ্যমন্ত্রীর গাড়িতে তোলা হল গুরুত্বপূর্ণ নথি ED Raid at I-PAC Office: সল্টলেক ও লাউডন স্ট্রিটে ইডির তল্লাশি, কয়লা পাচারের পুরনো মামলায় প্রতীক জৈনের বাড়িতে তল্লাশি TMC government initiatives:তিন কর্মসূচিতেই কেল্লাফতে? বিরোধীদের রুখতে নবান্নের হাতিয়ার এখন পরিষেবা আর ‘পাঁচালি’ প্রচারের কড়া নজরদারি

 

Technology

3 months ago

Nano Banana: এক ক্লিকে বানিয়ে ফেলুন নিজের থ্রিডি ছবি – শিখে নিন ‘Nano Banana’ ট্রেন্ডের পদ্ধতি!

'Nano Banana' trend
'Nano Banana' trend

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: টেবিলের ওপর রাখা কম্পিউটারের স্ক্রিনে ভেসে উঠছে এক ব্যক্তির ছবি, আর ঠিক তার সামনেই রাখা রয়েছে ওই ছবির হুবহু মতো এক থ্রিডি মূর্তি। সোশ্যাল মিডিয়ায় এখন ভাইরাল এই দৃশ্য—তারকা থেকে সাধারণ মানুষ, সবাই মেতে উঠেছেন ‘Nano Banana’ ট্রেন্ডে। কিন্তু কী এই 'Nano Banana'?

দিনভর ব্যস্ততার ফাঁকে অবসর মানেই এখন মোবাইল স্ক্রিনে চোখ রেখে সময় কাটানো। নানা অ্যাপে মজাই খুঁজে পান অনেকেই। আর সেই থেকেই মাঝেমধ্যেই সোশাল মিডিয়ায় ভাইরাল হয়ে ওঠে নিত্যনতুন ট্রেন্ড। কিছুদিন আগেই ‘ঘিবলি’ স্টাইলের ছবি ছড়িয়ে পড়েছিল সোশাল মিডিয়ায়, আর এবার নজর কাড়ছে নতুন ট্রেন্ড—‘Nano Banana’। গুগলের জেমিনি AI ব্যবহার করে মুহূর্তেই তৈরি হচ্ছে থ্রিডি ছবি, আর তা ছড়িয়ে পড়ছে নেটদুনিয়ায় ঝড়ের গতিতে।

চলুন জেনে নিন কীভাবে বানাবেন এই ছবি-

১. প্রথমেই গুগল জেমিনি অ্যাপ খুলুন।

২. যে ছবিটি দিয়ে থ্রিডি ছবি বানাতে চান, সেটি আপলোড করুন।

৩. লিখুন কী ধরবেন ছবি চাইছেন। লিখতে পারেন, (“Create a 1/7 scale commercialized figurine of the characters in the picture, in a realistic style, in a real environment. The figurine is placed on a computer desk.”)

৪. ব্যাস, সাবমিট করে দিলেই কেল্লাফতে। কয়েকমুহূর্তেই পেয়ে যাবেন ছবি।

You might also like!