Breaking News
 
Globe Soccer Awards :রোনালদোকে আদর্শ মেনেই নিজের পথ চলা! গ্লোব সকারের মঞ্চে ইয়ামালের মন্তব্যে মুগ্ধ ফুটবল বিশ্ব, ভাইরাল রোনালদোর প্রতিক্রিয়া Khaleda Zia Death :‘২০১৫-র সেই সৌজন্য সাক্ষাৎ আজও উজ্জ্বল’—খালেদা জিয়াকে স্মরণ করে মোদীর আবেগঘন বার্তা, শোকজ্ঞাপন মমতারও Amit Shah: মতুয়াদের নাগরিকত্বে থাবা বসাতে পারবে না কেউ! শাহের বিস্ফোরক আশ্বাসে কি কাটবে ‘শরণার্থী’দের দীর্ঘদিনের আতঙ্ক? Amit Shah: আগাম নির্বাচনের দামামা? ‘এপ্রিলে ভোট’—অমিত শাহের এমন দাবিতে তোলপাড় বঙ্গ রাজনীতি, কোন ম্যাজিকে ক্ষমতা দখল? Amit Shah:দিলীপের ঠাঁই নেই শাহের বৈঠকে! বঙ্গ বিজেপির অন্তর্কলহ এবার প্রকাশ্যে—বিস্ফোরণের অপেক্ষায় গেরুয়া শিবির TMC:নির্বাচনী বৈতরণী পার করতে কো-অর্ডিনেটরদের ওপর ভরসা! ২৯৪ আসনে সৈনিক সাজাল তৃণমূল কংগ্রেস

 

West Bengal

2 hours ago

Mamata Banerjee: শিলিগুড়িতে বাংলার সর্ববৃহৎ মহাকাল মন্দির, শিলান্যাসের দিনক্ষণ ঘোষণা মমতার

TMC supremo and Bengal CM Mamata Banerjee
TMC supremo and Bengal CM Mamata Banerjee

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:  সাম্প্রতিককালে  শিলিগুড়িতে মহাকাল মন্দির তৈরির ঘোষণা দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার নিউটাউনে দুর্গা অঙ্গনের শিলান্যাস অনুষ্ঠানে তিনি সেই মন্দিরের শিলান্যাসের দিনক্ষণও ঘোষণা করেন। মুখ্যমন্ত্রী জানান, “জানুয়ারির দ্বিতীয় সপ্তাহেই শিলান্যাস করব। পুজোর দিন আমি মনে মনে ঠিক করে ফেলেছি।”

চলতি বছরের অক্টোবরে প্রাকৃতিক দুর্যোগে উত্তরবঙ্গের বিভিন্ন এলাকা বিপর্যস্ত হয়েছিল। ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে বারবার উত্তরবঙ্গ সফর করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সফরের মাঝেই তিনি দার্জিলিঙের মহাকাল মন্দিরে পুজো দেন এবং শিলিগুড়িতে বাংলার সবচেয়ে বড় মহাকাল মন্দির তৈরি করার কথা ঘোষণা করেন।  বলেছিলেন, “শিলিগুড়ির ডিএমকে একটা জমি দেখতে বলেছি। সেখানে কনভেনশন সেন্টার হবে। তারপাশেই তৈরি করা হবে মহাকাল মন্দির। এখানে সবচেয়ে বড় শিব রাখা হবে। করতে হয়তো একটু সময় লাগবে। টাস্ট্রি বোর্ড গঠন করতে হবে। সরকার বিনামূল্যেই জমি দেবে।”  

সোমবার নিউটাউনে দুর্গা অঙ্গনের ভিত্তিপ্রস্তর স্থাপনের অনুষ্ঠান মঞ্চ থেকেই তিনি বলেন, “একটা সুখবর দিই। জানুয়ারির দ্বিতীয় সপ্তাহে মহাকাল মন্দিরের শিলান্যাস করব। জমি আমি দেখে নিয়েছি। রেডি করে দিয়েছি। পুজোর দিন মনে মনে ঠিক করে ফেলেছি। ট্রাস্টের একটা মিটিং করে বাদ বাকিটা করতে হবে। টাকাও জোগাড় হয়ে গিয়েছে। আমি বাজে কথা কম বলি।” প্রসঙ্গত উল্লেখ্য, দিঘার জগন্নাথ মন্দিরের নির্মাণের পর এবার শিলিগুড়িতে মহাকাল মন্দির। দুর্গা অঙ্গনের শিলান্যাস ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে। মমতার মতে, আগামী দুই বছরের মধ্যে মন্দিরের কাজ সম্পন্ন হবে। 


You might also like!