Entertainment

1 hour ago

Deepika Padukone:দীপিকা কি তবে আর ‘কল্কি’র সিক্যুয়েলে নেই? কারণ, ‘দায়বদ্ধতার অভাব’

Deepika Padukone
Deepika Padukone

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: দীপিকা পাড়ুকোন-এর সাম্প্রতিক ক্যারিয়ার গ্রাফ খুব একটা অনুকূল নয়। এবার তিনি নাগ অশ্বিনের নতুন ছবি 'দুয়া জননী' থেকে বাদ পড়লেন, যা তার অনুরাগীদের হতাশ করেছে। তবে এই সিদ্ধান্তের নেপথ্যে কী কারণ রয়েছে তা এখনো স্পষ্ট নয়।

দীপিকার শেষ মুক্তিপ্রাপ্ত ছবি ‘কল্কি ২৮৯৮’ এই ছবির সিক্যুয়েলে দীপিকাকে দেখা যাবে কিনা সেই নিয়ে বহুদিন ধরেই জল্পনা চলছিলই। দীপিকার অনুরাগীরাও মুখিয়ে ছিল তাঁকে এই ছবির সিক্যুয়েলে দেখার জন্য। এবার এই নিয়েই আনুষ্ঠানিকভাবে ঘোষণা করল ছবির টিম। সোশাল মিডিয়ায় একটি পোস্টে ফলাও করে জানানো হয় ‘কল্কি’র সিক্যুয়েলে দীপিকার না থাকার কথা। এদিন ওই পোস্টে বলা হয়, “দীর্ঘ আলোচনার পর আমরা এই সিদ্ধান্ত আপনাদের জানাচ্ছি যে ‘কল্কি ২৮৯৮’ ছবিতে থাকছেন না দীপিকা পাড়ুকোন। আমরা একসঙ্গে প্রথম ছবিতে কাজ করলেও দ্বিতীয় ছবিতে আমাদের কাজ করা সম্ভব হয়ে উঠছে না। দীর্ঘ আলোচনার পরেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই ছবির সিক্যুয়েলে অভিনয় করার জন্য দায়বদ্ধতা ভীষণভাবে প্রয়োজন। দীপিকার জন্যও আমাদের তরফে অনেক শুভকামনা রইল।’

কার্যত এই পোস্টের পর মন ভেঙেছে দীপিকার অনুরাগীদের। শুধু তাই নয় এই পোস্টে ভালোভাবেই বোঝা যাচ্ছে যে দীপিকার সময় দিতে না পারাই হয়তো ছবির সিক্যুয়েলে তাঁর অভিনয় করার পথে অন্তরায় হয়ে দাঁড়াল। গত বছর ৮ সেপ্টেম্বর কন্যাসন্তান দুয়ার জন্ম দেন দীপিকা। সম্প্রতি মেয়ের এক বছর পূর্ণ হয়েছে। নিজের হাতে কেক বানিয়েছেন সেই বিশেষ দিনে দীপিকা। জীবনের এই সময়টা যথাসম্ভব উপভোগ করার চেষ্টা করছেন রণবীরঘরনি। নিজের মনের কথা শুনে চলতেই পছন্দ করেন তিনি । এর আগে সেই কারণেই পরিচালক সন্দীপ রেড্ডি ভাঙ্গার ছবি থেকে বাদ পড়েছিলেন দীপিকা। যদিও সেই নিয়ে যখন সরগরম ভারতীয় বিনোদুনিয়া তখনই অ্যাটলির ছবিতে আল্লু অর্জুনের সঙ্গে অভিনয় করার খবর দিয়েছিলেন নায়িকা।

You might also like!