দুবাই,১১ সেপ্টেম্বর : এশিয়া কাপের এবারের আসরের আয়োজক দেশ সংযুক্ত আরব আমিরশাহী। বুধবার টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচে খেলতে নেমেই রেকর্ড গড়ল তারা। নিজেদের ঘরের মাঠে টুর্নামেন্টের শক্তিশালী প্রতিপক্ষ ভারতের বিপক্ষে খেলতে নেমে ১৩.১ ওভারে মাত্র ৫৭ রানে অলআউট সংযুক্ত আরব আমিরশাহী। টি-২০ এশিয়া কাপে এটা দ্বিতীয় সর্বনিম্ন দলীয় রেকর্ড। এর আগে ২০২২ সালের সেপ্টেম্বরে শারজায় পাকিস্তানের বিপক্ষে ৩৮ রানে অলআউট হয়েছিল হংকং। এখনও পর্যন্ত এটিই টি-২০ ফরম্যাটের এশিয়া কাপে সর্বনিম্ন।