kolkata

1 hour ago

SSC: হাই কোর্ট জানাল, মিছিলে নয়, SSC ভবনে যেতে পারেন শুধুমাত্র ‘যোগ্য’ শিক্ষকরা!

Calcutta High Court
Calcutta High Court

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: এসএসসি ভবন অভিযানে আপত্তি থাকলেও ‘যোগ্য’ চাকরিহারারা স্কুল সার্ভিস কমিশনের দপ্তরে যেতে পারবেন। সুমন বিশ্বাসের মামলায় কলকাতা হাই কোর্ট সোমবার নির্দেশ দেন, বিকেল ৪টেয় সুমন বিশ্বাস ও চার সদস্যের প্রতিনিধিদল দাবিসনদ পেশ করতে পারবেন। তবে মিছিল করার অনুমতি আদালত দেয়নি।

এসএসসি ভবন অভিযান ঘিরে সোমবার সকাল থেকে টানটান উত্তেজনা। এদিন সুমন বিশ্বাসের ভাই সঞ্জয় বিশ্বাস সোশাল মিডিয়ায় একটি ভিডিও শেয়ার করেন। ওই ভিডিওটি করুণাময়ী মেট্রো স্টেশনের। একজন নীল শার্ট পরা ব্যক্তির সঙ্গে সুমন বিশ্বাসকে ধস্তাধস্তি করতে দেখা গিয়েছে। নীল শার্ট পরা ওই ব্যক্তিকে ভিডিওতে পুলিশ আধিকারিক হিসাবে উল্লেখ করা হয়েছে। শোনা যাচ্ছে, “বিধাননগর উত্তর থানার পুলিশরা সুমন বিশ্বাসকে হেনস্তা করছে। কোনও FIR, মামলা না থাকা সত্ত্বেও তাঁকে ধরার চেষ্টা করা হচ্ছে।” ওই ভিডিওতে যদিও নীল শার্ট ব্যক্তিকে বলতে শোনা গিয়েছে, সুমনকে ধরতে আসেননি। এই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। এর আগে গত ১৮ আগস্ট এসএসসি ভবন অভিযান ছিল ‘যোগ্য’ চাকরিহারাদের। ‘যোগ্য’ শিক্ষক-শিক্ষিকা অধিকার মঞ্চের সদস্য সুমন বিশ্বাস সোশাল মিডিয়ায় পোস্ট করে একথা জানান। ওইদিন ভোর সাড়ে পাঁচটা নাগাদ পুলিশের একটি দল সুমন বিশ্বাসের বাড়িতে যায়। তাঁর খোঁজ করে। বাড়িতে ঢুকে তল্লাশি চালায় বলে দাবি সুমনের ভাই সঞ্জয় বিশ্বাসের। আদিসপ্তগ্রাম স্টেশন থেকে তাঁকে পাকড়াও করা হয়। মগড়া থানায় আটক করে রাখা হয়েছে তাঁকে। ঘটনার ৮-৯ ঘণ্টা পর তাঁকে ছেড়ে দেয় পুলিশ।

You might also like!