Entertainment

2 hours ago

Dev & Idhika : 'প্রেমের গান' দিয়ে দর্শকের মনে ঝড় তুলতে আসছেন দেব ও সৌদামিনী!

Dev & Idhika Paul
Dev & Idhika Paul

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:  এই পুজোয় মুক্তি পেতে চলেছে দেবের বহু প্রতীক্ষিত ছবি ‘রঘু ডাকাত’। ধ্রুব বন্দ্যোপাধ্যায় পরিচালিত এই ছবিটি দেখার জন্য দর্শকরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন। বাংলার কিংবদন্তি ডাকাত সর্দার রঘুকে পর্দায় দেখার জন্য ভক্তদের উন্মাদনা তুঙ্গে। ছবির গান ও টিজারগুলি একে একে প্রকাশ্যে আসছে। এবার সেই উত্তেজনা আরও বাড়িয়ে দিল ছবির রোম্যান্টিক গান *‘ঝিলমিল লাগে রে’*-র টিজার, যা ইতিমধ্যেই দর্শকদের মধ্যে সাড়া ফেলেছে।

এই ছবিতে রঘু ও সৌদামিনী রূপে দেখা যাবে সুপারস্টার দেব (Dev) ও ইধিকা পালকে। পর্দায় রঘু ডাকাতরূপে দেব যতই অ্যাকশন অবতারে ধরা দিন না কেন, তার ছবিতে রোম্যান্টিক গান থাকবে না তাও কি কখনও হয়? ঠিক সেভাবেই তৈরি করা হয়েছে নতুন এই গানও। টিজারে কয়েক সেকেন্ডের ঝলকে দেখা যাচ্ছে এক রূপকথার রাজ্য। সেখানেই সৌদামিনী ও রঘুর জমজমাট রসায়ন তুলে ধরা হবে এই বিষয়ে কোনও সন্দেহ নেই। যেন এক রূপকথার রাজ্য। চারিদিকে পাহাড় আর সবুজে ঘেরা এক অপরূপ প্রাকৃতিক দৃশ্য। তার মাঝেই বোনা হয়েছে ‘ঝিলমিল লাগে রে’ গানটি। নীলায়ন চট্টোপাধ্যায়ের সঙ্গীত পরিচালনায়, প্রসেনের কথায় এই গান গেয়েছেন ঈশান মিত্র ও সুচিস্মিতা চক্রবর্তী। আপাতত গানের টিজার সামনে এলেও পুরো গানটি মুক্তি পাবে আগামী ৬ সেপ্টেম্বর।

নতুন বছরের শুরুতেই ‘রঘু ডাকাত’ লুকে কৌতূহলের পারদ চড়িয়েছিলেন টলিউড সুপারস্টার। সিঁদুরে কপাল, চাদরে ঢাকা মুখ! তবে স্বাধীনতা দিবসের সকালে মুক্তিপ্রাপ্ত পয়লা টিজারে ‘রঘু ডাকাত’ দেব আরও ভয়ানক অবতারে ধরা দিলেন। মাতৃভূমি রক্ষার্থে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে কীভাবে গর্জে উঠেছিলেন দুস্থদের রবিনহুড রঘু? সেই ঝলকই ঝরা পড়েছিল টিজারের টুকরো কোলাজে। কখনও চাঁদের শরীরে ঘোড়সওয়ার রঘুর কায়া, আবার কখনও বা অত্যাচারী ব্রিটিশের আস্তানায় রঘুর লঙ্কাকান্ড, টিজারেই পুজোর বক্স অফিস দখলের হুঁশিয়ারি দিয়েছিলেন নির্মাতারা। এর আগে ‘জয় কালী’ গানটির মিউজিক ভিডিও প্রকাশ্যে এনে উন্মাদনার পারদ আরও চড়ালেন দেব-ধ্রুব জুটি।

You might also like!