কলকাতা, ১৩ অক্টোবর : কিছু দিন পরই কালীপুজো ও দীপাবলি। দক্ষিণ ২৪ পরগনার মহেশতলা ও নুঙ্গি এলাকায় সবুজ আতসবাজি তৈরির ব্যস্ততা তুঙ্গে। তৈরি হচ্ছে ফুলঝুরি, রকেট থেকে শুরু করে বিভিন্ন আলোর বাজি। কালীপুজো যত এগিয়ে আসছে, ততই বাড়ছে ব্যস্ততা। তবে এ বছর দফায় দফায় বৃষ্টির জেরে বাজি তৈরিতে বড় সমস্যা তৈরি হয়েছে। কাঁচা বারুদ ও কাগজ ভিজে যাওয়ায় উৎপাদন ব্যহত হচ্ছে বলে জানাচ্ছেন শ্রমিকরা।
তবুও জোরকদমে চলছে বাজি তৈরির কাজ। শুধুমাত্র পশ্চিমবঙ্গে নয়, ভিন রাজ্যেও কদর রয়েছে মহেশতলা ও নুঙ্গির বাজির। বাজি শিল্পীরা জানাচ্ছেন, তাঁদের তৈরি সবুজ বাজি দামেও সস্তা এবং পরিবেশবান্ধব। ফলে বাজারে চাহিদা বেড়েছে বহুগুণ। দূষণমুক্ত বাজি উৎপাদনের ওপর বিশেষ জোর দেওয়া হয়েছে।