Breaking News
 
India vs Australia: শ্রেয়স-রোহিতের দৃঢ়তা, হর্ষিতের দুরন্ত ব্যাটিং; অস্ট্রেলিয়ার বিরুদ্ধে লড়াই করার মতো রান ভারতের Kolkata:প্রেমালাপের সুযোগে সর্বনাশ! ডেটিং অ্যাপের তরুণীর দেওয়া পানীয় খেয়ে খোয়ালেন সোনা-টাকা Mamata Banerjee:ভাইফোঁটায় মমতা বন্দ্যোপাধ্যায়ের বিশেষ উপহার: ‘ভাইয়ের কপালে দিলাম ফোঁটা’, নতুন গানে বার্তা দিলেন মুখ্যমন্ত্রী EC:কমিশনের কাজ প্রত্যাখ্যান! দায়িত্ব নিতে অস্বীকার করায় ছ’শোর বেশি বিএলওকে শোকজ Tejaswi yadav :জোটের ঐক্য বজায় রাখতে কংগ্রেসের 'আত্মবলিদান'! বিহারে তেজস্বীই 'ইন্ডিয়া'-র মুখ্যমন্ত্রী মুখ Twinkle Khanna Andt Karan Johar : টুইঙ্কলের প্রশ্নে বিপাকে করণ? রাখঢাক না করে বললেন, কত বছর বয়সে হারান ভার্জিনিটি

 

Entertainment

1 month ago

Sumona Chakravarti:মুম্বইয়ে বাঙালি অভিনেত্রী সুমনার সঙ্গে ঘটে ভয়ঙ্কর ঘটনা, পুলিশ নিরব!

Sumona Chakravarti
Sumona Chakravarti

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: হিন্দি টেলিভিশন ইন্ডাস্ট্রির পরিচিত মুখ সুমনা চক্রবর্তী, যিনি কপিল শর্মা শোয়ের মাধ্যমে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছেন, সম্প্রতি দক্ষিণ মুম্বইয়ের রাস্তায় এক ভয়ানক অভিজ্ঞতার শিকার হন। এই ঘটনার বর্ণনা সোশ্যাল মিডিয়ায় একটি দীর্ঘ পোস্টের মাধ্যমে শেয়ার করেছেন সুমনা। তাঁর বক্তব্যে জানা যায়, মারাঠা কোটা আন্দোলনকারীদের বিক্ষোভের মাঝে তিনি পড়েছিলেন এবং প্রকাশ্য দিবালোকে তাঁর সঙ্গে ঘটে যায় এক ভয়ঙ্কর পরিস্থিতি।

ঠিক কী ঘটেছে সুমনা চক্রবর্তীর সঙ্গে? অভিনেত্রীর পোস্টে উল্লেখ, “৩১ আগস্ট, রবিবার দুপুর সাড়ে ১২টা নাগাদ কোলাবা থেকে কেল্লা যাওয়ার পথে আচমকাই তাঁর গাড়ি ঘিরে ধরে বিক্ষোভকারীরা। গেরুয়া রঙের জামা পরা জনৈক ব্যক্তি আমার গাড়ির বনেটে থাপ্পড় কষিয়ে জোরে জোরে আওয়াজ করতে থাকেন। আমাকে দেখে হাসেনও। পেট দিয়ে গাড়িটাকে ঠেলছে দেখলাম। এমন চিৎকার করছিল যেন তিনি মানসিকভাবে অসুস্থ। তার কিছু বন্ধুরা আমার জানালায় সজোরে ধাক্কা দিয়ে ‘জয় মহারাষ্ট্র’ বলে স্লোগান দেওয়া শুরু করে। ওরা চিৎকার করে হাসছিল। আরেকটু এগোলাম, ৫ মিনিটের ব্যবধানে ওই একই ঘটনার পুনরাবৃত্তি। পুলিশ, আইন-শৃঙ্খলা কিচ্ছু নেই।” এখানেই থামেননি অভিনেত্রী।

সুমনার সংযোজন, “প্রকাশ্য দিবালোকে, দক্ষিণ মুম্বইতে, আমি, আমার গাড়িতে বসেই নিরাপদ বোধ করছি না। আর রাস্তাঘাট? কলার খোসা, প্লাস্টিকের বোতল, ময়লা-আবর্জনা দিয়ে স্তূপ করা। ফুটপাত দখল করে নেওয়া হয়েছে। বিক্ষোভকারীরা খাচ্ছে, ঘুমোচ্ছে, স্নান করছে, রান্না করছে, প্রস্রাব করছে, মলত্যাগ করছে, ভিডিও কল করছে, রিল তৈরি করছে, প্রতিবাদের নামে মুম্বই দর্শন করছে। এটা নাগরিকত্ববোধের উপহাস ছাড়া আর কিছুই নয়।” সুমনার মন্তব্য, “সঙ্গে একজন পুরুষ বন্ধু থাকায় সেযাত্রায় নিজেকে ভাগ্যবান বলে মনে হল। আমি ভাবতে পারছি না, যদি একা থাকতাম, তাহলে কী হত? একটি ভিডিও রেকর্ড করার চেষ্টা করেছিলাম। তবে পরক্ষণেই বুঝতে পারি, এটা করলে ওরা আরও উত্তেজিত হয়ে পড়বে। তাই করিনি। মনে হচ্ছিল, মুহূর্তের মধ্যেই ভয়ানক কিছু একটা ঘটতে চলেছে।” সেই পোস্টের পরই নেটভুবনে তোলপাড় শুরু হয়। তবে কোনও এক অজ্ঞাতকারণে সুমনা চক্রবর্তী সেই প্রতিবাদী পোস্ট আপাতত সরিয়ে নিয়েছেন।


You might also like!