দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: বলিউডের বাদশা শাহরুখ খান—ভারতের চলচ্চিত্র জগতে এক অদ্বিতীয় নাম। নিজের যোগ্যতায় তিনি নিজেকে অন্যদের তুলনায় আলাদা করে স্থাপন করেছেন। তবে দর্শকরা যেভাবে তাঁকে চেনে, তার বাইরে শাহরুখের একটি ভিন্ন সত্তাও আছে। ছাত্রজীবনে কেমন ছিলেন শাহরুখ, সম্প্রতি সেই বিষয়েই একটি সাক্ষাৎকারে প্রকাশ করেছেন চিত্রপরিচালক অনুরাগ কাশ্যপ।
সম্প্রতি একটি সাক্ষাৎকারে অনুরাগ কাশ্যপ জানান, দিল্লির হংসরাজ কলেজে পড়তেন অনুরাগ কাশ্যপ। সেই কলেজে শাহরুখ খানের জুনিয়র ছিলেন পরিচালক। স্মৃতির পাতায় ডুব দিয়ে অনুরাগ বলেন, “হংসরাজ কলেজের সমস্ত ছাত্ররা ১৯৯২ সালে শাহরুখের ‘দিওয়ানা’ ছবি দেখার জন্য একটা গোটা সিনেমাহল বুক করেছিল। আমরা সকলে অম্বা সিনেমাহলে সেই ছবি দেখতে গিয়েছিলাম। শুধু তাই নয় ওই ছবিতে শাহরুখের এন্ট্রির সময়ে দর্শকাসনে থাকা প্রত্যেকে এতটাই উচ্ছ্বসিত হয়েছিল এবং তা এতটাই উন্মাদনা সৃষ্টি করেছিল যে একটাও সংলাপ শোনা যাচ্ছিল না তখন। নিজের কলেজের একজন ছাত্রের এমন সাফল্যে সারা কলেজ আবেগে ভেসে গিয়েছিল।”
অনুরাগ আরও বলেন, “আমি অমিতাভ বচ্চনের একজন বড় ভক্ত। শুধু তাই নয় আমি কলেজে পড়ার সময় অমিতাভের ‘শাহেনশা’ দেখতে গিয়েছিলাম পান চিবোতে চিবোতে। পরবর্তীকালে শাহরুখের ছবি দেখতে গিয়েও আমার একই অনুভূতি হয়। আমি শাহরুখের ভক্ত হয়ে যাই। শুধু তাই নয়, শাহরুখ নিজে একজন খুবই মেধাবী ছাত্র ছিলেন। কলেজে আমার সিনিয়র ছিলেন। পড়াশোনা ছাড়াও খেলাধুলাতেও শাহরুখ ছিলেন এগিয়ে। বাস্কেটবল থেকে হকি সবেতেই এগিয়ে ছিলেন শাহরুখ। অভিনয়ের দৌড়েও তিনি এগিয়ে। ভারতীয় বিনোদুনিয়ায় শাহরুখের পর তাঁর মতো আর দ্বিতীয় কাউকে পাবেন না দর্শক। শাহরুখ এক এবং অদ্বিতীয়।”