দুবাই, ১২ সেপ্টেম্বর : ক্রিকেট বিশ্বের সবচেয়ে প্রতীক্ষিত লড়াইটি অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী ১৪ সেপ্টেম্বর দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। আশ্চর্যের বিষয় হল বহুল প্রতীক্ষিত এই ম্যাচের টিকিট বিক্রি আশানুরূপ নয়। আর তা না হওয়ায় আয়োজকরা হতবাক। আয়োজকরা জানিয়েছে, দর্শকদের অভিযোগ ও কম চাহিদার কারণে টিকিটের দাম কমাতে বাধ্য হয়েছে তারা। সাধারণ আসনের টিকিটের দাম আগে যেখানে ছিল ৪৭৫ দিরহাম, সেটি কমিয়ে করা হয়েছে ৩৫০ দিরহামে। সবচেয়ে বড় অবস্থা প্রিমিয়াম সেকশনে, যেখানে এখনও অনেক আসন ফাঁকা পড়ে আছে।