kolkata

2 hours ago

Suvendu Adhikari: বিধানসভায় নিরাপত্তা বিতর্কে স্পিকারের বিরুদ্ধে আদালত অবমাননা মামলা শুভেন্দুর, শুনানি আগামী সপ্তাহে!

Suvendu Adhikari & Biman Banerjee
Suvendu Adhikari & Biman Banerjee

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:  বিধানসভায় নিরাপত্তারক্ষী নিয়ে প্রবেশ নিষেধের নোটিশ জারি করার পর, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা করলেন। এছাড়াও তিনি বিধানসভার সিসিটিভি ফুটেজ সংরক্ষণের দাবি তুলেছেন। আগামী সপ্তাহে এই মামলার শুনানি হতে পারে। তবে প্রশ্ন থেকে যাচ্ছে, বিধানসভার স্পিকারের বিরুদ্ধে কেন আদালত অবমাননার মামলা?

বিধানসভায় ব্যক্তিগত নিরাপত্তারক্ষী নিয়ে প্রবেশ করা যাবে না। শুভেন্দুরই করা একটি মামলায় এই নির্দেশ দিয়েছিল কলকাতা হাই কোর্ট। সেই নির্দেশ মেনে ও বিধানসভার আইন মোতাবেক বিধানসভার দরজায় স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ টাঙিয়ে দেওয়া হয়। সেখানে জানানো হয়, রাজ্যের কোনও বিধায়ক নিজেদের নিরাপত্তারক্ষী নিয়ে বিধানসভায় প্রবেশ করতে পারবেন না। ব্যতিক্রমী মুখ্যমন্ত্রী। তাঁর নিরাপত্তার কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত বলে জানা গিয়েছিল।

বিধানসভার এই নির্দেশের বিরুদ্ধে হাই কোর্টের দারস্থ শুভেন্দু। বিধানসভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিরাপত্তারক্ষী নিয়ে কেন প্রবেশ করেছেন, এই প্রশ্ন তুলে আদালতের দ্বারস্থ হয়েছেন বিরোধী দলনেতা। এক্ষেত্রে স্পিকার আদালত অবমাননা করেছেন বলে অভিযোগ শুভেন্দুর। ঘটনার সূত্রপাত গত বছরের আগস্টে। বিধানসভায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন পূর্বস্থলী উত্তরের তৃণমূল বিধায়ক তপন চট্টোপাধ্যায়। সেই সময় নিরাপত্তার দাবি জানিয়ে স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়কে চিঠি দেন পদ্মশিবিরের বিধায়করা। অভিযোগ, চিঠি পাওয়ার পরেও নিরাপত্তার কোনওরকম বন্দোবস্ত করেননি স্পিকার। তাই কলকাতা হাই কোর্টে মামলা রুজু করেন শুভেন্দু অধিকারী। তিনি দাবি করেন, বিধানসভার ভিতরে তৃণমূল বিধায়করা নিরাপত্তারক্ষী নিয়ে অনায়াসে ঢুকতে পারেন। বিজেপি বিধায়কদের নিরাপত্তার দায়িত্বে থাকা কেন্দ্রীয় বাহিনী কেন ঢুকতে পারবেন না বিধানসভায়, সে প্রশ্ন তোলেন হাই কোর্টে।

সেই মামলার শুনানিতে বিধানসভায় নিরাপত্তারক্ষী নিয়ে বিধায়কদের প্রবেশের ক্ষেত্রে সমান নিয়ম করা হোক বলেই জানান বিচারপতি। সোমবার বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় জানিয়ে দেন, কেউ আর নিরাপত্তারক্ষী নিয়ে বিধানসভায় ঢুকতে পারবেন না। তিনি বলেন, “কলকাতা হাই কোর্টের নির্দেশ মেনে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী ছাড়া আর কারও নিরাপত্তারক্ষী বিধানসভার অন্দরে ঢুকতে পারবেন না।” এই মর্মে একটি নোটিস সোমবার বিধানসভার গেটে টাঙিয়ে দেওয়া হয়। এই নির্দেশিকাকে কঠোরভাবে প্রত্যাখ্যান করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তাঁর হুঁশিয়ারি ছিল, “মুখ্যমন্ত্রী রক্ষী নিয়ে বিধানসভায় ঢুকলে কলকাতা হাই কোর্টে যাব। স্পিকারের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা করব।”

You might also like!