Breaking News
 
Delhi Blast: ভুটান থেকে দেশে ফিরেই দিল্লি বিস্ফোরণে আহতদের সঙ্গে হাসপাতালে দেখা করলেন প্রধানমন্ত্রী মোদি! Shubman Gill: শুভমান-শেহনাজের মধ্যে সম্পর্ক কী? 'গিল' পদবি রহস্য ফাঁস করলেন সলমনের নায়িকা Partha Chtterjee: চাকরির দুর্নীতির অভিযোগ অস্বীকার, পার্থর চ্যালেঞ্জ—'কার থেকে টাকা নিয়েছি?', খোলা চিঠি বেহালা পশ্চিমে Delhi Blast: সরকারি চাকুরের মেয়ে চিকিৎসক শাহিন, বিবাহবিচ্ছেদের পর জইশ-এ যোগদান, ধৃত জঙ্গি কাজ করত মাসুদের বোনের নির্দেশে Partha Chatterjee: ‘দুয়ারে দুয়ারে ঘুরে উত্তর দেব’, নির্দোষ প্রমাণের অঙ্গীকার পার্থর, মরিয়া হারানো 'স্থান' ফিরে পেতে Shubman Gill: আচমকা ইডেনে দেখা! পুরনো সতীর্থদের পেয়ে মেতে উঠলেন শুভমান, উৎফুল্ল তারকা

 

Country

2 months ago

IMD Weather Today: জলমগ্ন আম্বালার রাস্তা, উত্তর-পশ্চিম ভারতে ভারী বৃষ্টির পূর্বাভাস

A flooded highway after heavy rains in Ambala
A flooded highway after heavy rains in Ambala

 

নয়াদিল্লি, ২ সেপ্টেম্বর : আগামী দুই থেকে তিন দিন উত্তর-পশ্চিম ভারতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকবে। পূর্বাভাসে এমনটাই জানিয়েছে ভারতীয় আবহাওয়া দফতর (আইএমডি)। হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড এবং পশ্চিম উত্তর প্রদেশে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ৪ ও ৫ সেপ্টেম্বর গুজরাটের কিছু অংশেও অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

মঙ্গলবার সকালে বৃষ্টি হয়েছে উত্তরাখণ্ডে, হরিয়ানার আম্বালায় ব্যাপক বৃষ্টির পর রাস্তা এখন জলের তলায়। মঙ্গলবার সকাল থেকে দিল্লির আকাশের মুখভার। গুরুগ্রামের রাস্তায় জলমগ্ন হয়ে পড়েছে। আইএমডি জানিয়েছে, ৩ থেকে ৬ সেপ্টেম্বরের মধ্যে কোঙ্কন ও গোয়া, মধ্য মহারাষ্ট্র, গুজরাট ও উপকূলীয় কর্ণাটকে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও পঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, রাজস্থান, জম্মু ও কাশ্মীর, তেলেঙ্গানা, ওড়িশা, বিদর্ভ, ছত্তিশগড় এবং মধ্য প্রদেশের কিছু অংশ-সহ অন্যান্য অংশে এই সপ্তাহে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে। আইএমডি পূর্বাভাসে জানিয়েছে, দিল্লি-এনসিআর-এর জন্য আগামী ৪ সেপ্টেম্বর পর্যন্ত আকাশ মূলত মেঘাচ্ছন্ন থাকবে, একইসঙ্গে বৃষ্টিও হবে।


You might also like!