Entertainment

5 hours ago

Shah Rukh Rani Mukerji: হাতে চোট সত্ত্বেও রানির সঙ্গে সময় কাটাল কিং খান, পুত্র আরিয়ানও মেলাল পরিবারকে!

Shah Rukh Khan and Rani Mukerji in the reel
Shah Rukh Khan and Rani Mukerji in the reel

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: ছেলের ওয়েব সিরিজের প্রচারে কোমর বেঁধে নেমে পড়েছেন শাহরুখ খান, আর এই কাজে তাঁর সঙ্গ দিলেন পুরোনো বন্ধু রানি মুখোপাধ্যায়। আর শাহরুখ-রানি ভক্তরা সেই সুবাদে রাহুল-টিনার মিষ্টি স্মৃতি ফিরে পেল। একসময় বলিউডে শাহরুখ-রানি মানেই সিনেমা সুপারহিট। শুরুটা হয়েছিল ‘কুছ কুছ হোতা হ্যায়’ থেকে। পরবর্তীতে ‘চলতে চলতে’, ‘বীর-জারা’, ‘কভি আলবিদা না কহেনা’র মতো একাধিক ছবিতে রোম্যান্টিক জুটি হিসেবে ব্লকবাস্টার পারফরম্যান্স উপহার দিয়েছেন তাঁরা। কিং খানের ‘কভি খুশি কভি গম’ ছবিতেও ক্যামিও চরিত্রে ছিলেন রানি মুখোপাধ্যায়। খবর, শাহরুখ খানের পরবর্তী সিনেমা ‘কিং’-এও সুহানা খানের মায়ের চরিত্রে রয়েছেন রানি। এবার প্রায় দু’ দশক বাদে একফ্রেমে সেই হিট জুটি। আর শুধু একফ্রেমে ধরাই দিলেন না, নাচে-রোম্যান্সে উসকে দিলেন নস্ট্যালজিয়া।

ভাঙা হাতের ব্যথা সত্ত্বেও রানির সঙ্গে ‘তু পহেলি, তু আখরি’ গানে রোম্যান্স করতে দেখা গেল শাহরুখ খানকে। সেই ভিডিও শেয়ার করে কিং খান লিখেছেন আবেগঘন ক্যাপশন—‘জাতীয় পুরস্কার… আমাদের দু’জনের অপূর্ণ ইচ্ছে পূর্ণ হলো। শুভেচ্ছা রানি। তুমি সত্যিই রানি, আজীবনের জন্য ভালোবাসা রইল।’ তবে কি এ ভগ্নাংশ দু’দশক পর তারকাজুটির পুনর্মিলনের কোনও অন্য উদ্দেশ্য? সত্যিই, এটা ছিল শাহরুখের পুত্র আরিয়ান খানের ডেবিউ সিরিজ ‘ব্যাডস অফ বলিউড’-এর প্রচারের জন্য। সম্প্রতি মুক্তিপ্রাপ্ত গানে আরিয়ান পরিচালিত এই সিরিজের সাফল্যের স্বার্থে শাহরুখের সঙ্গে রানিও অংশ নিলেন রোম্যান্টিক পারফরম্যান্সে। এটাই প্রকৃত বন্ধুত্বের পরিচয়—বন্ধু হিসেবে শাহরুখের ছেলে যখন বলিউডে পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করছেন, তখন সেই সিরিজকে ‘হিট করতে’ সাহায্য করলেন রানিও।

 ‘জওয়ান’-এ অভিনয়ের সুবাদে এই প্রথমবার জাতীয় পুরস্কারের স্বাদ পেলেন শাহরুখ খান। ৭১তম জাতীয় পুরস্কারজয়ীর তালিকায় নাম রয়েছে রানি মুখোপাধ্যায়েরও। ‘মিসেস চ্যাটার্জি ভার্সাস নরওয়ে’ ছবির জন্য পুরস্কৃত হচ্ছেন অভিনেত্রী। গত আগস্ট মাসেই শাহরুখ-রানির জাতীয় পুরস্কার জয়ের আনন্দে একফ্রেমে দুই তারকার সঙ্গে ছবি পোস্ট করে শুভেচ্ছা জানিয়েছিলেন গৌরী খান। শাহরুখপত্নীর সঙ্গেও তাঁর দারুণ সখ্যতা। এবার সেই আরিয়ানের সিরিজের প্রচারের পাশাপাশি জাতীয় পুরস্কারজয়ের উদযাপনেও মাতলেন বাদশা-রানি। আর সেই ব্লকবাস্টার মুহূর্ত দেখেই স্মৃতিরক সরণি বেয়ে নস্ট্যালজিয়ায় ভাসছেন অনুরাগীরা। কেউ রাহুল-টিনাকে আবারও পর্দায় দেখার ইচ্ছেপ্রকাশ করলেন। কেউ বা দুই তারকার অটুট বন্ধুত্বকে কুর্নিশ জানালেন। 


You might also like!