Breaking News
 
Subhendu Adhikari: দুর্গাপুরকাণ্ডে আইনি লড়াই! ধর্নার অনুমতি চেয়ে হাই কোর্টে বিজেপি, পালটা জমায়েত সরাতে আদালতের দ্বারস্থ মেডিক্যাল কলেজ Arjun Singh: 'কঠোর পদক্ষেপ নয়'! এফআইআর-এর বিরুদ্ধে অর্জুন সিংকে ১০ নভেম্বর পর্যন্ত রক্ষাকবচ দিল কলকাতা হাই কোর্ট Jagadhatri Puja:চন্দননগরে আর 'সাট ডাউন' নয়! বিদ্যুৎ পরিষেবা সচল রেখেই এবার শোভাযাত্রা, বড় ঘোষণা প্রশাসনের Amit Shah: আর নয় বিলম্ব! বঙ্গ বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বের ক্ষোভ মেটাতে কড়া বার্তা দিতে পারেন অমিত শাহ Google: ১.৫ হাজার কোটি ডলার বিনিয়োগ! অন্ধ্রপ্রদেশে AI হাব গড়তে চলেছে Google, ঐতিহাসিক পদক্ষেপ ভারতের ডিজিটাল যাত্রায় CM Mamata Banerjee:শেষ মুহূর্তে রদবদল! আজ মিরিকে যাচ্ছেন না মমতা, বিপর্যস্ত সুখিয়াপোখরি পরিদর্শনে মুখ্যমন্ত্রী

 

Festival and celebrations

2 hours ago

Kali Puja 2025: সৃজনশীলতায় দীপাবলি— ঘর সাজান নিজের হাতে বানানো মোমবাতিতে, সহজেই শিখে নিন পদ্ধতি!

Diwali handmade candles
Diwali handmade candles

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: ‘তমসো মা জ্যোতির্গময়...’—কালীপুজো ও দীপাবলির এই সময়টা অন্ধকার দূর করে আলোয় পথ দেখানোর প্রতীক। এখন চারদিকে বৈদ্যুতিন আলোর ঝলকানি—দোকানে দোকানে টুনি লাইটের বাহার, এমনকি প্রদীপ ও মোমবাতির আদলে তৈরি আলোও মিলছে সহজেই। তবু সাবেকি ঐতিহ্যের মূল্যই আলাদা। তাই এবার সময় এসেছে একটু অন্যভাবে ভাবার—খরচ খুব কম, আর পদ্ধতিটাও মোটেই জটিল নয়।

প্রথমেই সরু সাদা রংয়ের পুরনো প্রচুর মোমবাতি জোগাড় করুন। দীপাবলির দিন বাড়িতে সাদা মোমবাতি জ্বালানো পছন্দ করেন না অনেকেই। সবাই চান আলোর উৎসবে বাড়িতে থাক রংয়ের ছোঁয়া। আলোর উৎসবে বরং বানিয়ে ফেলুন রঙিন মোমবাতি। রঙিন মোমবাতি তৈরির জন্য প্রয়োজন মোম রংয়ের। মোমের সঙ্গে রং মিশিয়েই আপনি তৈরি করতে পারেন রঙিন মোমবাতি। যে আকৃতির মোমবাতি তৈরি করতে চান, সেই আকারের পাত্রও নিতে হবে আপনাকে। এছাড়া মোমবাতি তৈরির জন্য আপনার প্রয়োজন হবে জলের।

এবার চলুন শুরু করা যাক মোমবাতি তৈরির কাজ। পুরনো মোমবাতি এবং মোম রংগুলিকে প্রথমে একসঙ্গে একটি পাত্রে ভেঙে জড়ো করুন। এর পর আলাদা একটি পাত্রে জল নিন। পাত্রের জলটি গ্যাসে গরম করতে বসান। ফুটন্ত জলের মধ্যে মোম এবং মোম রং-সহ পাত্রটি বসান। মোমগুলি গলে তরল হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করুন। যে আকৃতির মোমবাতি তৈরি করতে চান, সেই রকম একটি পাত্র নিন। একটু মোটা সাদা সুতো নিন। ওই পাত্রের মধ্যে সুতো রাখুন। গরম থাকতে থাকতে এবার পাত্রের ভিতর গরম ও তরল মোমটি ঢেলে দিন। তরল মোম জমতে কিছুটা সময় দিন। মোম জমে গেলে, আস্তে আস্তে তা ওই পাত্রের ভিতর থেকে বের করে নিন। দেখবেন তাতেই তৈরি হয়ে গিয়েছে মোমবাতি। এভাবে নিজের হাতে তৈরি মোমবাতি দিয়েই দীপাবলিতে সাজিয়ে ফেলুন গোটা বাড়ি। আর অবাক করে দিন সকলকে।

You might also like!