Breaking News
 
Mamata Banerjee: ‘বিজেপির লুট ও গণতন্ত্র হত্যা’, আইপ্যাক অফিসে ইডি অভিযানের প্রতিবাদে মিছিলের ডাক মমতার Mamata Banerjee at I-PAC Office: 'মার্ডার অফ ডেমোক্রেসি',সল্টলেকে আইপ্যাক অফিসে তল্লাশি, বিজেপি সরকারকে কটাক্ষ মমতার Mamata banerjee: ‘আমাদের ভোটের স্ট্র্যাটেজি ছিনতাই করা হয়েছে’—ইডি হানার মধ্যে I-PAC দপ্তরে তোপ দাগলেন মমতা Mamata Banerjee: তল্লাশির আবহে প্রতীকের বাড়ি থেকে I-PAC, মুখ্যমন্ত্রীর গাড়িতে তোলা হল গুরুত্বপূর্ণ নথি ED Raid at I-PAC Office: সল্টলেক ও লাউডন স্ট্রিটে ইডির তল্লাশি, কয়লা পাচারের পুরনো মামলায় প্রতীক জৈনের বাড়িতে তল্লাশি TMC government initiatives:তিন কর্মসূচিতেই কেল্লাফতে? বিরোধীদের রুখতে নবান্নের হাতিয়ার এখন পরিষেবা আর ‘পাঁচালি’ প্রচারের কড়া নজরদারি

 

Festival and celebrations

2 months ago

Kali Puja 2025: সৃজনশীলতায় দীপাবলি— ঘর সাজান নিজের হাতে বানানো মোমবাতিতে, সহজেই শিখে নিন পদ্ধতি!

Diwali handmade candles
Diwali handmade candles

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: ‘তমসো মা জ্যোতির্গময়...’—কালীপুজো ও দীপাবলির এই সময়টা অন্ধকার দূর করে আলোয় পথ দেখানোর প্রতীক। এখন চারদিকে বৈদ্যুতিন আলোর ঝলকানি—দোকানে দোকানে টুনি লাইটের বাহার, এমনকি প্রদীপ ও মোমবাতির আদলে তৈরি আলোও মিলছে সহজেই। তবু সাবেকি ঐতিহ্যের মূল্যই আলাদা। তাই এবার সময় এসেছে একটু অন্যভাবে ভাবার—খরচ খুব কম, আর পদ্ধতিটাও মোটেই জটিল নয়।

প্রথমেই সরু সাদা রংয়ের পুরনো প্রচুর মোমবাতি জোগাড় করুন। দীপাবলির দিন বাড়িতে সাদা মোমবাতি জ্বালানো পছন্দ করেন না অনেকেই। সবাই চান আলোর উৎসবে বাড়িতে থাক রংয়ের ছোঁয়া। আলোর উৎসবে বরং বানিয়ে ফেলুন রঙিন মোমবাতি। রঙিন মোমবাতি তৈরির জন্য প্রয়োজন মোম রংয়ের। মোমের সঙ্গে রং মিশিয়েই আপনি তৈরি করতে পারেন রঙিন মোমবাতি। যে আকৃতির মোমবাতি তৈরি করতে চান, সেই আকারের পাত্রও নিতে হবে আপনাকে। এছাড়া মোমবাতি তৈরির জন্য আপনার প্রয়োজন হবে জলের।

এবার চলুন শুরু করা যাক মোমবাতি তৈরির কাজ। পুরনো মোমবাতি এবং মোম রংগুলিকে প্রথমে একসঙ্গে একটি পাত্রে ভেঙে জড়ো করুন। এর পর আলাদা একটি পাত্রে জল নিন। পাত্রের জলটি গ্যাসে গরম করতে বসান। ফুটন্ত জলের মধ্যে মোম এবং মোম রং-সহ পাত্রটি বসান। মোমগুলি গলে তরল হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করুন। যে আকৃতির মোমবাতি তৈরি করতে চান, সেই রকম একটি পাত্র নিন। একটু মোটা সাদা সুতো নিন। ওই পাত্রের মধ্যে সুতো রাখুন। গরম থাকতে থাকতে এবার পাত্রের ভিতর গরম ও তরল মোমটি ঢেলে দিন। তরল মোম জমতে কিছুটা সময় দিন। মোম জমে গেলে, আস্তে আস্তে তা ওই পাত্রের ভিতর থেকে বের করে নিন। দেখবেন তাতেই তৈরি হয়ে গিয়েছে মোমবাতি। এভাবে নিজের হাতে তৈরি মোমবাতি দিয়েই দীপাবলিতে সাজিয়ে ফেলুন গোটা বাড়ি। আর অবাক করে দিন সকলকে।

You might also like!