Breaking News
 
Subhendu Adhikari: দুর্গাপুরকাণ্ডে আইনি লড়াই! ধর্নার অনুমতি চেয়ে হাই কোর্টে বিজেপি, পালটা জমায়েত সরাতে আদালতের দ্বারস্থ মেডিক্যাল কলেজ Arjun Singh: 'কঠোর পদক্ষেপ নয়'! এফআইআর-এর বিরুদ্ধে অর্জুন সিংকে ১০ নভেম্বর পর্যন্ত রক্ষাকবচ দিল কলকাতা হাই কোর্ট Jagadhatri Puja:চন্দননগরে আর 'সাট ডাউন' নয়! বিদ্যুৎ পরিষেবা সচল রেখেই এবার শোভাযাত্রা, বড় ঘোষণা প্রশাসনের Amit Shah: আর নয় বিলম্ব! বঙ্গ বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বের ক্ষোভ মেটাতে কড়া বার্তা দিতে পারেন অমিত শাহ Google: ১.৫ হাজার কোটি ডলার বিনিয়োগ! অন্ধ্রপ্রদেশে AI হাব গড়তে চলেছে Google, ঐতিহাসিক পদক্ষেপ ভারতের ডিজিটাল যাত্রায় CM Mamata Banerjee:শেষ মুহূর্তে রদবদল! আজ মিরিকে যাচ্ছেন না মমতা, বিপর্যস্ত সুখিয়াপোখরি পরিদর্শনে মুখ্যমন্ত্রী

 

Country

3 hours ago

Bihar Election News Today: কথা রাখেননি লালু, কান্নায় ভেঙে পড়লেন প্রাক্তন আরজেডি প্রার্থী মদন শাহ

Former RJD candidate Madan Shah
Former RJD candidate Madan Shah

 

পাটনা, ১৯ অক্টোবর : কথা রাখেননি বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা আরজেডি প্রধান লালুপ্রসাদ যাদব। হতাশ হয়ে রবিবার লালু প্রসাদ যাদবের বাড়ির বাইরে কান্নায় ভেঙে পড়লেন প্রাক্তন আরজেডি প্রার্থী মদন শাহ। লালু প্রসাদ যাদবের গাড়ির পিছনে ছোটেন তিনি। তবে পৌছতে পারেননি। নিরাপত্তারক্ষীরা তাঁকে আটকে দেয়। কাঁদতে কাঁদতে তিনি বলেন, টাকা দিতে রাজি না হওয়ায় দল তাঁকে এবার টিকিট দেয়নি। তেজস্বী যাদবের বিরুদ্ধে মুখ খুলেছেন মদন।

এদিন সকালে লালুর বাড়ির বাইরে সাংবাদিকদের সামনেই কান্নায় ভেঙে পড়েন মদন শাহ। তিনি বলেন, "লালু প্রসাদ যাদব ২০২৫ সালের বিহার বিধানসভা নির্বাচনের জন্য আমাকে টিকিট দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন। আরজেডি নেতা সঞ্জয় যাদব ২.৭ কোটি টাকা দাবি করেছিলেন, এবং যখন আমি টাকা দিতে অস্বীকার করি, তখন দলের টিকিট অন্য কাউকে দেওয়া হয়।"

মদন শাহ নিজের জামাকাপড় ছিঁড়ে ফেলেন, কান্নায় ভেঙে পড়েন, মাটিতে পড়ে যান। তিনি বলেন, "তাঁরা (আরজেডি) সরকার গঠন করবে না; তেজস্বী খুবই অহংকারী, মানুষের সঙ্গে দেখা করেন না। সঞ্জয় যাদব এসব করছেন, আমি এখানে মরতে এসেছি। লালু যাদব আমার গুরু। তিনি বলেছিলেন, আমাকে টিকিট দেবেন। তাঁরা বিজেপির এজেন্ট সন্তোষ কুশওয়াহাকে টিকিট দিয়েছেন।" মদন আরও বলেন, "২০২০ সালে, লালুজি আমাকে রাঁচিতে ডেকে তেলি সম্প্রদায়ের জনসংখ্যা সম্পর্কে একটি সমীক্ষা করিয়েছিলেন। তেজস্বী জি এবং লালু জি আমাকে ফোন করেছিলেন, তাঁরা বলেছিলেন আমাকে টিকিট দেবেন। আমি ৯০-এর দশক থেকে দলের জন্য কাজ করছি। আমি একজন দরিদ্র মানুষ, আমি আমার জমি বিক্রি করেছি। আবারও বলছি, তাঁরা সরকার গঠন করবে না।"

You might also like!