বালোত্রা, ১৬ অক্টোবর : রাজস্থানের বালোত্রা জেলায় ট্রেলারের সঙ্গে সংঘর্ষের পর আগুন ধরে গেল যাত্রীবাহী একটি গাড়িতে। দুর্ঘটনাগ্রস্ত ওই গাড়ির ভিতরে আটকে মৃত্যু হয়েছে ৪ বন্ধুর। বুধবার গভীর রাত ১.৩০ মিনিট নাগাদ দুর্ঘটনাটি ঘটেছে সিন্ধারি থানার অন্তর্গত মেগা হাইওয়ের ওপর সাদা গ্রামের কাছে। দুর্ঘটনায় গাড়ির চালক গুরুতর আহত হয়েছেন।
পুলিশ জানিয়েছে, বারমের জেলার গুদামালানির ডাবারের পাঁচ যুবক কাজের জন্য সিন্ধারিতে গিয়েছিলেন। রাত ১২টার পরে তাঁরা বাড়ি ফিরছিলেন। তাঁদের বাড়ি থেকে প্রায় ৩০ কিলোমিটার দূরে মেগা হাইওয়েতে তাঁদের গাড়ির সঙ্গে একটি ট্রেলারের সংঘর্ষ হয়। এরপর গাড়িতে আগুন ধরে যায়। আগুনে পুড়ে মৃত্যু হয়েছে ৪ বন্ধুর। বালোত্রার ডেপুটি সুপারিনটেনডেন্ট অফ পুলিশ (ডিএসপি) নীরজ শর্মা বলেছেন, দুর্ঘটনায় নিহতরা হলেন - মোহন সিং (৩৫), শম্ভু সিং (২০), পঞ্চরাম (২২) এবং প্রকাশ (২৮)। তাঁরা দগ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান। দুর্ঘটনায় গাড়ির চালক দিলীপ সিং গুরুতর আহত হন।