নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর : বন্যা পরিস্থিতি পর্যালোচনা করতে মঙ্গলবার পঞ্জাব সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি ব্যক্তিগতভাবে সামগ্রিক পরিস্থিতি মূল্যায়ন করবেন এবং ক্ষতিগ্রস্তদের সর্বোচ্চ সহায়তা নিশ্চিত করার জন্য বাস্তবতা বোঝার চেষ্টা করবেন। উল্লেখ্য, পঞ্জাবে এবার বন্যায় কমপক্ষে ৪৬ জনের মৃত্যু হয়েছে।
অন্যদিকে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই মাসের ১৩ তারিখে কয়েক ঘন্টার জন্য মণিপুরে যাবেন বলেন বলে জানা গিয়েছে। ওই দিন দু'টি স্থানে জনসভাও করবেন প্রধানমন্ত্রী। মণিপুরে বেশ কিছু কর্মসূচিতেও যোগ দিতে পারেন প্রধানমন্ত্রী মোদী।