Game

2 hours ago

European football: জার্মান ফুটবল,কেইনের আরেকটি হ্যাটট্রিক, শীর্ষে বায়ার্ন

Harry Kane,European football
Harry Kane,European football

 

মিউনিখ, ২১ সেপ্টেম্বর : প্রতিপক্ষের মাঠে শনিবার বুন্ডেসলিগায় ৪-১ গোলে জিতেছে বায়ার্ন। লিগ চ্যাম্পিয়নদের অন্য গোলটি করেছেন সের্গে জিনাব্রি। চলতি মরসুমে এনিয়ে দ্বিতীয়বার হ্যাটট্রিকের স্বাদ পেলেন কেইন। এই ইংলিশ তারকা লিগে দলের প্রথম ম্যাচে লাইপজিগের বিপক্ষে তিন গোল করেছিলেন। সেই ম্যাচটি ৬-০ ব্যবধানে জিতেছিল বায়ার্ন। ২০২৩ সালে বায়ার্নে যোগ দেওয়ার পর থেকে, সব প্রতিযোগিতা মিলিয়ে দশম হ্যাটট্রিক করলেন কেইন।
কেইন এদিন প্রথম গোলবক্সের দেখা পান ৪৪ মিনিটে। পরের দুটি গোল করেন তিনি পেনাল্টি থেকে, ৪৮ ও ৭৭ মিনিটে। ৮২ মিনিটে একটি গোল শোধ করে হফেনহাইম। যোগ করা সময়ের নবম মিনিটে জিনাব্রির গোলে বড় জয় নিয়ে মাঠ ছাড়ে বায়ার্ন। আর চলতি মরসুমে ৬ ম্যাচে তার গোল হলো ১০টি। নতুন মরসুমের শুরুটা দুর্দান্ত হয়েছে বায়ার্নেরও। লিগে সব ম্যাচ জয়ে ৪ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে তারা।

You might also like!