Game

2 hours ago

Liverpool 2-1 Everton: এভারটনকে হারিয়ে শীর্ষস্থানে লিভারপুল

Liverpool beat Everton,Premier League
Liverpool beat Everton,Premier League

 

লন্ডন, ২১ সেপ্টেম্বর : শুরুটা লিভারপুল করেছিল চ্যাম্পিয়নদের মতোই। জয়ের ধারাবাহিকতা বজায় রাখলেও শেষ ম্যাচে দেখা গেলো ছন্দের অভাব। তবে ঘরের মাঠে প্রতিপক্ষকে জয় পেতে দেয়নি অলরেডরা। অ্যানফিল্ডে শনিবার এভারটনকে ২-১ গোলে হারিয়ে শীর্ষস্থান আরও মজবুত করলো লিভারপুল। রায়ান গ্রাভেনবার্চ লিভারপুলকে এগিয়ে নেওয়ার পর ব্যবধান বাড়ান উগো একিতিকে। দ্বিতীয়ার্ধে একটি গোল শোধ করেন ইদ্রিসা গেয়ি। প্রিমিয়ার লিগে টানা পাঁচ ম্যাচেই জিতেছে লিভারপুল। ১৫ পয়েন্ট নিয়ে আছে শীর্ষে, এক ম্যাচ কম খেলা আর্সেনাল আছে দুইয়ে, লিভারপুলের চেয়ে তারা পিছিয়ে আছে ৬ পয়েন্ট। ৫ ম্যাচ খেলা টটেনহ্যামের পয়েন্টও ৯, ক্রিস্টাল প্যালেসের পয়েন্টও তাদের সমান। ৫ ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে এভারটন আছে টেবিলের অষ্টম স্থানে।

You might also like!