হাসান ও নয়াদিল্লি, ১৩ সেপ্টেম্বর : কর্ণাটকের হাসান জেলায় গণেশ বিসর্জনের শোভাযাত্রায় ঢুকে পড়ল একটি ট্রাক। সেই ট্রাকের ধাক্কায় প্রাণ হারিয়েছেন ৯ জন। এছাড়াও কমপক্ষে ২২ জন আহত হয়েছেন। শুক্রবার রাতে হাসান জেলার মোসালে হোসাহাল্লি গ্রামে গণেশ প্রতিমা বিসর্জনের শোভাযাত্রায় নিয়ন্ত্রণ হারিয়ে ঢুকে পড়ে একটি ট্রাক। সেই ট্রাকের ধাক্কায় ৯ জনের মৃত্যুর পাশাপাশি ২২ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে কমপক্ষে আটজনের অবস্থা বর্তমানে আশঙ্কাজনক। মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া এই দুর্ঘটনায় মৃতদের পরিবারকে ৫ লক্ষ টাকা আর্থিক ক্ষতিপূরণ ঘোষণা করেছেন।
এই দুর্ঘটনায় শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। শনিবার সকালে প্রধানমন্ত্রী দফতর (পিএমও) থেকে জানানো হয়েছে, হাসান জেলায় দুর্ঘটনায় ব্যথিত প্রধানমন্ত্রী মোদী। আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন প্রধানমন্ত্রী। প্রতিটি নিহতের নিকটাত্মীয়কে প্রধানমন্ত্রী ত্রাণ তহবিল থেকে ২ লক্ষ টাকা অনুদান দেওয়া হবে। আহতদের ৫০,০০০ টাকা দেওয়া হবে।
ಹಾಸನದಲ್ಲಿ ಗಣೇಶ ವಿಸರ್ಜನೆಗಾಗಿ ಮೆರವಣಿಗೆಯಲ್ಲಿ ತೆರಳುತ್ತಿದ್ದವರ ಮೇಲೆ ಲಾರಿ ಹರಿದು ಹಲವರು ಸಾವಿಗೀಡಾಗಿ, ಸುಮಾರು 20ಕ್ಕೂ ಹೆಚ್ಚು ಮಂದಿ ಗಂಭೀರ ಗಾಯಗೊಂಡ ಸುದ್ದಿ ತಿಳಿದು ಅತೀವ ದುಃಖವಾಯಿತು.
— Siddaramaiah (@siddaramaiah) September 12, 2025
ಮೃತರ ಆತ್ಮಕ್ಕೆ ಶಾಂತಿ ಸಿಗಲಿ, ಗಾಯಾಳುಗಳು ಆದಷ್ಟು ಶೀಘ್ರ ಗುಣಮುಖರಾಗಲಿ ಎಂದು ಪ್ರಾರ್ಥಿಸುತ್ತೇನೆ.
ಮೃತರ ಕುಟುಂಬಗಳಿಗೆ ಸರ್ಕಾರದ ವತಿಯಿಂದ…