Game

2 hours ago

India vs Pakistan, Asia Cup 2025: এশিয়া কাপের সুপার ফোরের ম্যাচে পাকিস্তানকে ৬ উইকেটে হারাল ভারত

India vs Pakistan, Asia Cup 2025 Super 4
India vs Pakistan, Asia Cup 2025 Super 4

 

দুবাই, ২২ সেপ্টেম্বর : এশিয়া কাপের গ্রুপ পর্বের ম্যাচে ভারতের কাছে পাত্তা পায়নি পাকিস্তান। এবারও সুপার ফোরের ম্যাচে পাত্তা পেল না সালমান-শাহিনরা। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে রবিবার টসে হেরে আগে ব্যাট করতে নেমে শাহিবজাদা ফারহাদের ফিফটিতে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৭১ রানের সংগ্রহ পায় পাকিস্তান। জবাবে ব্যাট করতে নেমে অভিষেক শর্মা (৭৪) ও শুভমান(৪৭) গিলের বিধ্বংসী ব্যাটিংয়ে উড়ে গেল পাকিস্তান। বিশেষ করে ৩৯ বলে ৭৪ রানের দারুণ এক ইনিংস খেলেন অভিষেক। সেই সঙ্গে অভিষেক হন ম্যান অফ দ্যা ম্যাচ। শেষ পর্যন্ত ৭ বল বাকি থাকতেই ৬ উইকেটের জয় পায় ভারত।

প্রথম ম্যাচে হ্যান্ডশেক ইস্যু নিয়ে জল ঘোলা কম হয়নি। কিন্তু দ্বিতীয় ম্যাচে সেই একই অবস্থানে রয়েছে ভারত। আগের ম্যাচের মতো এ ম্যাচেও পাকিস্তানের ক্রিকেটারদের সঙ্গে হাত মেলাননি ভারতের কেউ। এই সংস্করণে দুই দলের মুখোমুখি লড়াইয়ে ১৫ ম্যাচের ১২টিতেই জিতল ভারত (২০০৭ বিশ্বকাপে টাই ম্যাচে পরে টাইব্রেকারে জয়সহ)। সবশেষ চার ম্যাচে ভারতের জয় সবকটিতে। আর সব সংস্করণ মিলিয়ে দুই দেশের লড়াইয়ে সবশেষ সাত ম্যাচের সবগুলোই জিতল ভারত।

সংক্ষিপ্ত স্কোর:

পাকিস্তান: ২০ ওভারে ১৭১/৫ (সাহিবজাদা ৫৮, সাইম ২১, নাওয়াজ ২১, ফাহিম ২০*। পান্ডিয়া ৩-০-২৯-১, কুলদিপ ৪-০-৩১-১, দুবে ৪-৩৩-২)।

ভারত: ১৮.৫ ওভারে ১৭৪/৪ (আভিশেক ৭৪, গিল ৪৭, তিলাক ৩০*। আবরার ৪-০-৪২-১, হারিস ৪-০-২৬-২, ফাহিম ৪-০-৩১-১)।

You might also like!