দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: যদিও আনুষ্ঠানিক ঘোষণা এখনও করা হয়নি, তবে প্রস্তুতি ইতিমধ্যেই জোরকদমে শুরু হয়েছে। জানা গেছে, চলতি বছরে নভেম্বরের শুরুতেই বিহার বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। ইন্ডিয়া টুডের সূত্রে খবর, ছট পুজোর পরই ভোটযাত্রা শুরু হবে এবং তিন দফায় এই নির্বাচন অনুষ্ঠিত হবে ৫ থেকে ১৫ নভেম্বরের মধ্যে।
বর্তমান বিহার বিধানসভার মেয়াদ শেষ হচ্ছে ২২ নভেম্বর। নিয়মমতো তার আগেই শেষ করতে হয় নির্বাচন প্রক্রিয়া। সেইমতো রাজ্যে পুরোদমে প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। জানা যাচ্ছে, আগামী সপ্তাহেই বিহার যাচ্ছেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। নির্বাচনী প্রস্তুতির সঙ্গেই চূড়ান্ত ভোটার তালিকা পর্যালোচনা করবেন তিনি। আগামী ৩০ সেপ্টেম্বর প্রকাশিত হবে চূড়ান্ত সেই তালিকা। এই এসআইআর বা বিশেষ নিবিড় সংশোধনী নিয়ে কম উত্তেজনা হয়নি বিহারে। এই তালিকা থেকে অন্তত ৬৫ লক্ষ মানুষের নাম বাদ পড়েছে বলে অভিযোগ তুলেছে বিরোধীরা। যদিও বিরোধীদের অভিযোগকে বিশেষ আমল না দিয়েই আগামী ৩০ সেপ্টেম্বর প্রকাশিত হচ্ছে চূড়ান্ত ভোটার তালিকা। এরই মাঝে সামনে সামনে এল বিহার বিধানসভা নির্বাচনের সম্ভাব্য তারিখ।
২৪৩ আসনের বিহার বিধানসভায় বর্তমানে শাসকের আসনে এনডিএ। তাদের শিবিরে বিজেপির পাশাপাশি রয়েছে জেডিইউ ও এলজেপি। মুখ্যমন্ত্রী পদে রয়েছেন নীতীশ কুমার। অন্যদিকে আরজেডি-এর নেতৃত্বে বিরোধী শিবিরে রয়েছে কংগ্রেস এবং বাম দলগুলি। এর বাইরে প্রশান্ত কিশোরের নেতৃত্বে জনসূরজ পার্টিও এবার সব আসনে প্রার্থী দেওয়ার ঘোষণা করেছে। ত্রিমুখি এই লড়াইয়ে বাকিদের টক্কর দিতে ইতিমধ্যেই খয়রাতির রাজনীতিতে নেমে পড়েছেন নীতীশ। একের পর এক ভাতা ঘোষণা করা হচ্ছে সরকারের তরফে। অন্যদিকে, বিজেপির বিরুদ্ধে হিন্দুত্ববাদের রাজনীতির পাশাপাশি ভোটচুরির অভিযোগ তুলেছে বিরোধী দল।
বিহারে অতীতের অভ্যাস অনুসারে প্রায়ই একাধিক দফায় নির্বাচন অনুষ্ঠিত হয়। ২০২০ সালের বিধানসভা নির্বাচনে তিন দফায় ভোট গ্রহণ করা হয়েছিল—২৮ অক্টোবর ৭১টি আসনে, ৩ নভেম্বর ৯৪টি আসনে এবং ৭ নভেম্বর ৭৮টি আসনে ভোট হয়েছিল। ফলাফল ঘোষণা করা হয়েছিল ১০ নভেম্বর। যদিও এবারের নির্বাচনের তারিখ কিছুটা পিছিয়ে গেছে, তবুও তিন দফায় ভোট হওয়ার সম্ভাবনা এখনো জোরালোভাবে কায়েম রয়েছে।