Game

2 hours ago

Premier League: ইংলিশ প্রিমিয়ার লিগ সিটির সঙ্গে আর্সেনালের ড্র

Premier League
Premier League

 

লন্ডন, ২২ সেপ্টেম্বর  : ইংলিশ প্রিমিয়ার লিগে রবিবার শিরোপা প্রত‍্যাশী দুই দলের জমজমাট লড়াই শেষ হয়েছে ১-১ সমতায়। আর্সেনালের হয়ে গোল করেন মার্তিনেল্লি। সিটির হয়ে গোল করেন হলান্ডl ৫ ম‍্যাচের সবকটি জিতে ১৫ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে শিরোপাধারী লিভারপুল। সমান ম‍্যাচে তিন জয় ও এক ড্রয়ে ১০ পয়েন্ট নিয়ে দুই নম্বরে উঠে এসেছে আর্সেনাল। তাদের সমান পয়েন্ট টটেনহ‍্যাম হটস্পার ও বোর্নমাউথেরও। ৫ ম‍্যাচে দুই জয় ও এক ড্রয়ে ৭ পয়েন্ট নিয়ে ৯ নম্বরে আছে সিটি। গত মরসুমে বাজে পারফরম্যানসের পর এবারও খারাপ পারফরম্যানস দেখাচ্ছে পেপ গুয়ার্দিওলার দল। ঘরের মাঠে প্রায় ৬৮ শতাংশ সময় বল দখলে রেখে গোলের জন‍্য ১২টি শট নেয় আর্সেনাল, এর তিনটি ছিল লক্ষ‍্যে। অন‍্যদিকে, গোলের জন‍্য কেবল পাঁচটি শট নিয়ে তিনটি লক্ষ‍্যে রাখতে পারে সিটি।

You might also like!