Country

1 hour ago

Dehradun Cloudburst Horror: দেহরাদূনে জলের স্রোতে ভেসে গেল ১০০-মিটার রাস্তা, পরিস্থিতি পর্যবেক্ষণ মুখ্যমন্ত্রী ধামির

Rain creates havoc in Uttarakhand
Rain creates havoc in Uttarakhand

 

দেহরাদূন, ১৬ সেপ্টেম্বর : উত্তরাখণ্ডের দেহরাদূনের সহস্ত্রধারা এলাকায় প্রবল বর্ষণে সৃষ্ট জলের প্রবাহে রায়পুরের মালদেবতায় ১০০-মিটার দীর্ঘ রাস্তা ভেসে গেছে। উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি মঙ্গলবার কেসারওয়ালা, মালদেবতা এলাকায় দুর্যোগ-কবলিত এলাকা পরিদর্শন করেছেন। সামগ্রিক পরস্থিতি পর্যবেক্ষণের পর মুখ্যমন্ত্রী ধামি বলেছেন, "বাড়িঘর ও সরকারি সম্পত্তির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। জীবিকা ক্ষতিগ্রস্ত হয়। আমরা পরিস্থিতি স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনার জন্য কাজ করছি। বিভিন্ন স্থানে যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে। নদ-নদীর জলস্তও বৃদ্ধি পেয়েছে। আমাদের সকল বিভাগ যুদ্ধকালীন তৎপরতায় কাজ করছে। প্রধানমন্ত্রী মোদী এবং কেন্দ্রীয স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এদিন সকালে আমার সঙ্গে কথা বলেছেন এবং সমস্ত বিবরণ নিয়েছেন। তাঁরা আমাদের আশ্বাস দিয়েছেন, সব ধরনের সাহায্য করা হবে। আমরা এই দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষদের সাহায্য করার জন্য কাজ করছি।"

মুখ্যমন্ত্রী ধামি আরও বলেছেন, "গত রাতের টানা বর্ষণে এখানকার সব নদ-নদীতে জল বেড়ে গিয়েছে এবং অনেক জায়গায় মেঘভাঙা বৃষ্টির ঘটনা ঘটেছে। প্রায় ২৫-৩০টি জায়গায় রাস্তা সম্পূর্ণ ভেসে গেছে। ঘরবাড়ির অনেক ক্ষতি হয়েছে। সরকারি সম্পত্তি ক্ষতিগ্রস্ত হয়েছে, জনজীবন বিপর্যস্ত। এটি স্বাভাবিক করার জন্য সব ধরনের প্রচেষ্টা করা হচ্ছে। অনেক যোগাযোগ রুট বিচ্ছিন্ন হয়ে পড়েছে। নদ-নদীর জলস্তরও অনেক বেড়েছে।"

You might also like!