খড়গপুর, ১৮ সেপ্টেম্বর : পশ্চিমবঙ্গের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ফের উদ্বেগ প্রকাশ করলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। পুলিশকেও আক্রমণ করেছেন তিনি। বৃহস্পতিবার দিলীপ ঘোষ বলেছেন, "পশ্চিমবঙ্গে আইন-শৃঙ্খলা বজায় রাখার পরিবর্তে, পুলিশ টাকা আদায় করছে। নেতারাও তাদের সাথে জড়িত। অপরাধ অথবা দুর্নীতি ঘটছে, এটাই পশ্চিমবঙ্গের দুর্ভাগ্য।"
দিলীপ ঘোষ আরও বলেন, "দ্য বেঙ্গল ফাইলস ছবিটি বাংলায় মুক্তি পায়নি, তাই প্রায় ৫০ জন দলীয় কর্মী ট্রেনে করে বালেশ্বর যাচ্ছেন দ্য বেঙ্গল ফাইলস দেখতে। আমরা সেখানে ছবিটি দেখব এবং এখানেও মুক্তির দাবি জানাব।" শিক্ষা মন্ত্রকের সিবিএসই, কেন্দ্রীয় বিদ্যালয় ও নবোদয় স্কুলগুলিকে প্রধানমন্ত্রী মোদীর দ্বারা অনুপ্রাণিত একটি চলচ্চিত্র প্রদর্শনের নির্দেশ সম্পর্কে বিজেপি নেতা দিলীপ ঘোষ বলেছেন, "এটা একেবারেই ঠিক। প্রধানমন্ত্রী মোদী কেবল আমাদের দেশের জন্য নয়, সমগ্র বিশ্বের জন্য অনুপ্রেরণা। নেতা, সেলিব্রিটি এবং সর্বত্র মানুষ তাঁকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন।"