Country

1 hour ago

Delhi tragedy: দিল্লিতে পিসিআর ভ্যানের ধাক্কায় মৃত্যু একজনের, দুই পুলিশ কর্মী সাসপেন্ড

Delhi PCR Van Accident
Delhi PCR Van Accident

 

নয়াদিল্লি, ১৮ সেপ্টেম্বর : রাজধানী দিল্লিতে পিসিআর ভ্যানের ধাক্কায় মৃত্যু হল একজনের। দিল্লি পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার দিল্লির থানা মন্দির মার্গ এলাকায় দিল্লি পুলিশের একটি পিসিআর ভ্যান দুর্ঘটনার কবলে পড়ে। দুর্ঘটনায় একজনের মৃত্যু হয়েছে। দিল্লি পুলিশের পিসিআর ভ্যানের চালক ভুলবশত এক্সিলারেটরে চাপ দেন, এরপর পিসিআর ভ্যানটি রাস্তার পাশের র‌্যাম্পে ওঠার সময় এক ব্যক্তির ওপর দিয়ে চলে যায়, ওই ব্যক্তির মৃত্যু হয়। বর্তমানে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তথ্য সংগ্রহ করছে। দিল্লি পুলিশ আরও জানিয়েছে, এই দুর্ঘটনায় পিসিআর ভ্যানে থাকা এএসআই ও কনস্টেবলকে সাসপেন্ড করা হয়। তাদের বিরুদ্ধে এফআইআর দায়ের হয়। পরে পিসিআর ভ্যানের চালক কনস্টেবল খিমেশ সিংকে গ্রেফতার করা হয়েছে।

You might also like!