দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: ফের পথে চাকরিপ্রার্থীরা। ২০২৫ সালের নতুন SSC প্রার্থীরা এক লাখ শূন্য পদে নিয়োগের দাবি জানাচ্ছেন। একই সঙ্গে রেজাল্টের দাবিতে মিছিলে যোগ দিয়েছেন ২০২৩ সালের টেট পরীক্ষার্থীরাও। করুণাময়ী থেকে SSC ভবন পর্যন্ত বিক্ষোভ মিছিল করছেন প্রতিবাদকারীরা।
মিছিল থেকে তাঁদের দাবি-দাওয়া নিয়ে জানান এক চাকরিপ্রার্থী। তিনি বলেন, "আপনারা জানেন, এই রাজ্য সরকার ১০ বছর পর নিয়োগ করছে। পরীক্ষা হয়েছে। পরীক্ষায় যাঁরা ফ্রেশার প্রার্থী তাঁরা পরীক্ষার দেওয়া পর দেখছেন, তাঁরা যদি ৬০-এ ৬০-ও পান, তাহলেও কোনও ডাক পাবেন না। কারণ, ৩১ হাজার শিক্ষক ইতিমধ্যে ইন-সার্ভিসের মধ্যে ঢুকে গেছেন। আমাদের যেটা দাবি, সিট সংখ্যা যা আছে তার থেকে ৩ গুণ বাড়াতে হবে। সংখ্যাটা ১ লক্ষের কাছাকাছি নিয়ে যেতে হবে। দুই নম্বর দাবি হল, ইন-সার্ভিসের জন্য এই যে ১০ নম্বর দিচ্ছে, কোথাও উল্লেখ নেই। গেজেটেও উল্লেখ নেই যে এই ১০ নম্বর পাবে। এটাও আমাদের দাবি যে, তাঁদের ১০ নম্বর দেওয়া যাবে না। ২০০১ সাল থেকে ২০১২ সাল পর্যন্ত লক্ষাধিক নিয়োগ হয়েছে। সেই জায়গায় ২০১২-২০২৪, একই সময়কাল, কিন্তু সংখ্যাটা দেখুন, তার ১০ ভাগও হয়নি। আজ একদিনের ডাকে আমরা সব ফ্রেশার প্রার্থীরা এসেছি। আমরা এসএসসি-র চেয়ারম্যানের সঙ্গে আলোচনা করে আমাদের দাবি জানাব।"
২০১৬- র প্যানেল বাতিল হওয়ায় যাঁরা চাকরি খুইয়েছেন, তাঁরাও এবার পরীক্ষা দিয়েছেন। ফ্রেশারদের থেকে ১০ নম্বর অতিরিক্ত পাবেন তাঁরা। এই বিষয়ে ফ্রেশার পরীক্ষার্থীদের অনেকেই বলছেন, এই অতিরিক্ত নম্বর পাওয়ার বিষয়টি তাঁদের চাকরি পাওয়ার ব্যাপারে সমস্যা হতে পারে। আর পুনরায় যাঁদের পরীক্ষা দিতে হচ্ছে, তাঁরা ৭-৮ বছর চাকরি করে ফেলেছেন। দীর্ঘ ৯ বছর পর সেই আগের মতো প্রস্তুতি নিয়ে পরীক্ষা দেওয়া, র্যাঙ্ক করা যে একপ্রকার অসম্ভব সেকথা আগেই জানিয়েছেন তাঁরা। তবে প্রথম দফার মতোই, দিনকয়েক আগে দ্বিতীয় দফাতেও নির্বিঘ্নেই এসএসসি পরীক্ষা সম্পন্ন হয়েছে। আঁটসাঁট নিরাপত্তা ব্যবস্থা ছিল। সমস্ত পরীক্ষা কেন্দ্রে মোতায়েন ছিল প্রচুর পুলিশ।
এদিকে ৫০ হাজার শূন্যপদে অবিলম্বে নিয়োগের দাবিতে কয়েকদিন আগে পথে নামেন টেট উত্তীর্ণরা। ২০২২ সালের টেট উত্তীর্ণদের আচমকা বিধানসভা অভিযানের কারণে রাজপথে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পুলিশের সঙ্গে বচসা ও ধস্তাধস্তি বেধে যায়; কখনও পুলিশের কাকুতিমিনতি, কখনও বিক্ষোভকারীদের কান্না দৃশ্যপট হয়ে দাঁড়ায়। ধর্মতলা মেট্রো স্টেশন থেকে বেরিয়ে আচমকা বিধানসভা ভবনের দিকে দৌড় দেন বিক্ষোভকারীরা, যার ফলে পুলিশ তাদের তাড়া করে এবং তাঁরা ধস্তাধস্তিতে জড়িয়ে পড়ে।