kolkata

1 hour ago

Durga Puja 2025: মণ্ডপের বর্জ্যই হবে জ্বালানি! কলকাতা পুরসভার সঙ্গে যৌথভাবে পুজোয় নতুন পরিবেশবান্ধব প্রযুক্তি চালু করছে টালা প্রত্যয়

Firhad Hakim
Firhad Hakim

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: এইবার পুজো উপলক্ষে কলকাতা পুরসভা টালা প্রত‍্যয়ের সঙ্গে যৌথভাবে নতুন এক পরিবেশবান্ধব প্রযুক্তি চালু করার অভিনব উদ্যোগ গ্রহণ করেছে। চলতি বছরের পুজোতেই ‘ইকোজেনিক’ নামে এই প্রযুক্তি ব্যবহৃত হবে, যা পুজোমণ্ডপ সংলগ্ন এলাকা থেকে ছড়িয়ে থাকা কঠিন বর্জ্যকে কার্যকরী জ্বালানি বা কাঠকয়লা হিসেবে রূপান্তরিত করবে। সোমবার এই ঘোষণা করেন মেয়র ফিরহাদ হাকিম। 

ফিরহাদ জানিয়েছেন, আপাতত পাঁচ টন বর্জ্য নিয়ে পরীক্ষামূলক ভাবে মণ্ডপ সংলগ্ন এলাকায় এই প্রযুক্তির ব্যবহার করা হবে। সফল হলে পরে হাইওয়ের ধারে ধারে এই যন্ত্রগুলি বসানো হবে। সেখান থেকে বর্জ্য সংগ্রহ করে তা জ্বালানিতে পরিণত করা হবে। এই পদ্ধতিতে যে কাঠকয়লা তৈরি হবে, তা তাপবিদ্যুৎ কেন্দ্র, ফার্নেস, সিমেন্ট তৈরির কারখানা কিংবা অন্যান্য শিল্পক্ষেত্রে কাজে লাগানো হবে। 

মেয়র জানিয়েছেন, এই যন্ত্র ব্যবহারে বর্জ্য আলাদা করে পরিবহন করার প্রয়োজন পড়বে না, বরং যন্ত্রটির স্থাপনের স্থানে বর্জ্য প্রক্রিয়াকরণ করা সম্ভব হবে। তিনি আরও বলেন, যদি এই প্রযুক্তি সফলভাবে কার্যকর হয়, ভবিষ্যতে এটিকে নানা ক্ষেত্রে প্রয়োগ করার কথা ভাবা হবে। ফিরহাদের কথায়, ‘‘আপাতত পাঁচ টন বর্জ্য নিয়ে পাইলট প্রজেক্টটি শুরু হবে। তবে পরবর্তী কালে এর পরিধি বাড়ানোর কথা ভাববে কলকাতা পুরসভা।’’ এ হেন অভিনব উদ্যোগের জন্য টালা প্রত্যয়কে ধন্যবাদও জানিয়েছেন মেয়র।

You might also like!